আজকাল ওয়েবডেস্ক:  জিমে ওয়ার্কআউট চলাকালীন আকস্মিকভাবে মৃত্যুর মুখে ঢলে পড়লেন ৩৫ বছর বয়সী পঙ্কজ। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক কাপ ব্ল্যাক কফি পান করার কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ জিম কর্মীরা সিপিআর-সহ বিভিন্ন উপায়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু শেষরক্ষা হয়নি।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা ও ১৭৫ কেজি ওজনের পঙ্কজকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগকেই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পোষ্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফরিদাবাদসহ গোটা স্বাস্থ্য ও ফিটনেস মহলে।

জানা গেছে, পঙ্কজ নিয়মিত জিমে যেতেন, এবং ওজন কমানোর চেষ্টাও করছিলেন। তবে তাঁর অতিরিক্ত ওজন এবং হঠাৎ ব্ল্যাক কফি সেবনের প্রভাব নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, উচ্চ ক্যাফেইন মাত্রা ও ভারী শরীরের ওপর হঠাৎ অতিরিক্ত ওয়ার্কআউট হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। ঘটনার তদন্ত চলছে।