আজকাল ওয়েব ডেস্ক: বৃহস্পতিকে শুভ গ্রহ হিসাবে গণ্য করা হয়। জ্ঞান, ধর্ম, ন্যায়বিচার, সম্পদ এবং বিবাহের কারক বৃহস্পতিকে জ্যোতিষশাস্ত্রে দেবগুরুও বলা হয়। আজ ৯ অক্টোবর দুর্গাষষ্ঠীতে এই গ্রহটি পিছিয়ে যেতে চলেছে। যার প্রভাব পড়বে ১২টি রাশির উপর। বুধবার বেলা ১২ টা ৩৩ মিনিটে বৃহস্পতি বৃষ রাশিতে বিপরীতমুখী হবে। আগামী বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই বক্রী অবস্থানে থাকবে দেবগুরু। যার অশুভ প্রভাবে ৫টি রাশির আর্থিক টানাটানি, সম্পর্কে জটিলতা সহ দুর্ভোগ শুরু হবে। আপনিও কি সেই তালিকায় রয়েছেন? জেনে নিন।
মেষ- বৃহস্পতির বিপরীতমুখী গতি মেষ রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই সময়ে বিভিন্ন কাজে বিঘ্ন ঘটতে পারে, তবে দুচিন্তা না করে পরিশ্রম করে যান। সঠিক সময়ে ফল পাবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন, অন্যথায় আর্থিক অবস্থার অবনতি হতে পারে।
বৃষ- পুজোর সময়ে বৃষ রাশি খুব একটা ভাল যাবে না। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। বুঝেশুনে কথা বলুন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। অন্যথায় স্বাস্থ্যের কারণে অর্থের অপচয় হতে পারে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট-বৃহস্পতির বিপরীতমুখী চলনে আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে। বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ ব্যয় করুন, নচেৎ প্রচুর ক্ষতির সম্মুখীন হতে পারেন। পুজোর সময়ে সাবধানে চলাফেরা করুন। বিপদের আশঙ্কা রয়েছে।
বৃশ্চিক-বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতির বক্রী অবস্থান শুভ নয়। জীবনে উত্থান-পতন আসতে পারে। কর্মজীবনে বাধা আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে খুব সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে।
মকর- পুজোর সময়ে ধৈর্য ধরে কাজ করুন। তাড়াহুড়োয় যে কোনও কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। চাকরিতে উন্নতির পথে বাধা আসতে পারে। ব্যবসায় লোকসানের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে কাজের ক্ষেত্রেও।
