আজকাল ওয়েব ডেস্ক: নবরাত্রির সময়ে বৃহস্পতি ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী। দেবীর বোধনের দিন সকাল ১০টা ১ মিনিটে বৃষ রাশিতে বক্রী চলনে যাবে বৃহস্পতি। আগামী বছর ৪ ফেব্রুয়ারি পর্যন্ত গুরু গ্রহ বৃহস্পতি বক্রীদশায় থাকবে। যার শুভ প্রভাব পড়বে কয়েকটি রাশির উপর। তাহলে বৃহস্পতির বিপরীতমুখী চলনে কাদের ভাগ্য খুলবে? জেনে নেওয়া যাক-

বৃষ- বৃহস্পতির বক্রী হলে প্রচুর লাভবান হবেন বৃষ রাশির মানুষেরা। বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। আয় বাড়বে এবং অফিসে প্রোমোশন পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সংসারে শান্তি থাকবে।

মিথুন- বৃহস্পতির বক্রী চলনে পুজোর মধ্যে সৌভাগ্য ফিরবে মিথুন রাশির। চাকরি পরিবর্তনের শুভ সময়। পুরনো চাকরিতে পদোন্নতি হতে পারে। বিদেশ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কোনও বড় চুক্তি সাক্ষর করতে পারেন। প্রেমের দিক থেকেও এই সময়টা লাভজনক হবে।

কর্কট- দেবী দুর্গার আশীর্বাদে বাড়বে সমাজে সম্মান ও প্রতিপত্তি। সব কাজেই ভাগ্যকে নিজের পাশে পাবেন। নতুন চাকরির প্রস্তাব আসতে পারেন। সব কাজে পরিবারের সদস্যরা আপনাকে সাহায্য করবেন। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন।

ধনু- আচমকা সৌভাগ্যের দরজা খুলতে পারে ধনু রাশির। নতুন বাড়ি-গাড়ি কেনার যোগ রয়েছে। বিয়ের প্রস্তাব পেতে পারেন। চাকরি ও ব্যবসায় উন্নতি করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।

মীন- বৃহস্পতির বিপরীত চলনে শুভ প্রভাব পড়বে মীন রাশির উপর। উপার্জন অনেকটা বেড়ে যেতে পারে। ব্যবসায় নতুন চ্যালেঞ্জ নিতে পারেন, যা উন্নতির দিকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাবে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে।