আজকাল ওয়েব ডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। তেমনই শনি আড়াই বছরে এবং বৃহস্পতি এক বছরে রাশি পরিবর্তন করে। নয়টি গ্রহের মধ্যে শনি ও বৃহস্পতিকে সবচেয়ে বিশেষ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে শনি ও বৃহস্পতি উভয় গ্রহই বক্রী যাচ্ছেন। শনি মূল ত্রিভুজ চিহ্ন কুম্ভ রাশিতে বিপরীত দিকে যাচ্ছে এবং বৃহস্পতি বৃষ রাশিতে বিপরীতমুখী। দীপাবলির দিন, শনি এবং বৃহস্পতি উভয় গ্রহই দীপ যোগ তৈরি করবে। যার বড় প্রভাব পড়বে ৩টি রাশির উপর। টানা এক বছর টাকার পাহাড়ে থাকবে এই ক'টি রাশি। আপনিও কি রয়েছেন সেই তালিকায়? জেনে নিন সেই বিষয়ে-

বৃষ রাশি: বৃহস্পতি ও শনির বিপরীত চলন বৃষ রাশির জন্য শুভ হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সুবিধা পেতে চলেছেন এই রাশির মানুষেরা। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বাড়তে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। পরিবারে সুখ-শান্তি থাকবে।

ধনু রাশি: বৃহস্পতি এবং শনির বিপরীতমুখী গতি ধনু রাশির জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের শিখরে উঠবেন এই রাশির মানুষেরা। কর্মজীবনে বিরাট উন্নতির যোগ রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকরিতে আপনার কাজে সন্তুষ্ট হবে উর্ধতন কর্তৃপক্ষ। সহকর্মীদের থেকে প্রশংসা পাবেন। দাম্পত্য কলহ মিটে শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: দীপাবলিতে শুভ যোগ শুরু হবে কুম্ভ রাশির। শনি এবং বৃহস্পতির বিপরীত চলন কুম্ভ রাশির জন্য লাভজনক ফল নিয়ে আসবে। আয় যেমন বাড়বে, তেমনই ব্যয় কমে সঞ্চয়ের পথ প্রশস্ত হবে। আগামী দিনে টাকা-পয়সার সমস্যার সমাধান হতে পারে। সমাজে মান-সম্মান বাড়বে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।