আজকাল ওয়েবডেস্ক:  গুটি গুটি পায়ে শীত এসেই গেল। আর শীতকাল মানেই এক রাশ আলস্য, লেপ-কম্বল থেকে উঠে শরীরচর্চায় অনিহা। সারা বছর নিয়ম মেনে ব্যায়াম করলেও ঠান্ডার সময়ে সেই অভ্যাসে খানিকটা অনিয়ম হয়। কিন্তু শীত-গ্রীষ্ম হোক বা বর্ষা, শরীরচর্চার কোনও বিকল্প নেই। সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত শরীরচর্চা করা জরুরি। তাহলে জিমে না গিয়ে বা খুব বেশি কায়িক পরিশ্রম না করেও কীভাবে শীতকালে ব্যায়াম করবেন? জেনে নিন।

হাঁটা বা জগিং- শীতকালে দিন শুরু করতে দৌড়, জগিং কিংবা হাঁটার মাধ্যমে। এতে এক নিমেষে যেমন আলস্য কেটে যাবে, তেমনই সারাদিন থাকবেন চনমনে। নিয়মিত জগিং কিংবা হাঁটলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে।

স্ট্রেচিং- হাঁটা বা জগিং করার পর খানিকটা স্ট্রেচিং করুন। বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইড করতে পারেন। এতে শরীরে পেশির সঞ্চালন ঠিক থাকবে। পেশিতে টান ধরা কিংবা পেশির যে কোনও অসুখও প্রতিরোধ করা যাবে।

সূর্যপ্রণাম- যে কোনও ধরনের যোগাসন শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী। সূর্য প্রণাম এমন একটি ব্যায়াম যাতে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের সঞ্চালন হয়। যার মধ্যে অন্যতম সূর্যপ্রণাম। সকালে উঠে রোজ সূর্যপ্রণাম করলে শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ হয়। 

প্রাণায়ম- শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য প্রাণায়ম অত্যন্ত কার্যকরী। শীতকালে খানিকক্ষণ প্রাণায়াম করলে শরীর থাকবে সুস্থ। এই যাঁদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা রয়েছে, তাঁদের জন্য নিয়মিত প্রাণায়ামের অভ্যাস খুবই উপকারী।

ধ্যান- শুধু শরীরিকভাবে নয়, মানসিকভাবে সুস্থ থাকাও জরুরি। যার জন্য রোজ খানিকক্ষণ ধ্যান করতে পারেন। এতে অস্থিরতা কমবে, বাড়বে একাগ্রতা। মন শান্ত হবে।