আজকাল ওয়েবডেস্ক: যৌনতৃষ্ণা কখনও কখনও অতিক্রম করে যায় সামাজিক নিয়মের বাঁধন। কোনও সম্পর্কই আর পবিত্র থাকে না। এমনিই এক ঘটনার সাক্ষী রইল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। নিজের সৎ ছেলের সঙ্গে যৌন সর্ম্পকে জড়ানোর অভিযোগ উঠল এক ৩৪ বছর বয়সি মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত মহিলার নাম আলেক্সিস ভন ইয়েটস।
ফ্লোরিডার মারিয়ন কাউন্টির বাসিন্দা ওই মহিলাকে প্রাথমিক ভাবে গ্রেপ্তার করা হলেও ৪৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, একটি অজানা নাম্বার থেকে ফোন করে অভিযোগ জানানো হয় যে অভিযুক্ত মহিলা এক নাবালকের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছেন। নাবালক আর কেউ নন তাঁর নিজেরই সৎ ছেলে। প্রাথমিক তদন্তে দেখা যায় ফোনটি করেন মহিলারই স্বামী। শয়নকক্ষে ঢুকে নিজের প্রথম পক্ষের পুত্র এবং বর্তমান স্ত্রীকে ‘আপত্তিকর’ অবস্থায় দেখে ফেলেন তিনি। তারপরই স্ত্রীর বিরুদ্ধে ছেলেকে ধর্ষণের অভিযোগে দায়ের করেন তিনি।
আলেক্সিস ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিস্তারিত বিবরণ মিলেছে সংশ্লিষ্ট কিশোরের বর্ণনায়। নাবালক জানিয়েছে, সে ছুটি কাটাতে বাবার বাড়িতে এসেছিল। বাবা কাজে বেরিয়ে যাওয়ার পর থেকেই সৎ মা তার সঙ্গে নানান যৌন ইঙ্গিতপূর্ণ ঠাট্টা করতে থাকেন। ক্রমেই বিষয়টি শারীরিক ঘনিষ্ঠতার দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই অসময়ে কাজ থেকে ফিরে আসেন তাঁর বাবা, আর তখনই নগ্ন অবস্থায় তাঁদের দেখে ফেলেন তিনি। এর পরই থানা-পুলিশ করেন মহিলার স্বামী। আপাতত গোটা বিষয়টি স্থানীয় আদালতে বিচারাধীন রয়েছে বলে খবর।
