আজকাল ওয়েবডেস্ক: এখন অনেকেই ছোট ছোট ফ্ল্যাটবাড়িতে থাকেন। হয়তো বড় বাগান করার জায়গা বা উপায় কোনওটাই নেই, তবুও অনেকেরই ইচ্ছে থাকে ব্যালকনিতে হলেও কিছু গাছ লাগানোর। কিন্তু কোন গাছ লাগালে ভাল ফলন দেবে তা জানেন না অনেকেই।
১. টমেটো: ব্যালকনির জন্য বামন প্রজাতির টমেটো খুব ভাল। এগুলি ছোট জায়গায়ও ফল দিতে পারে। তবে এই গাছগুলিতে নিয়মিত জল দেওয়া এবং পর্যাপ্ত সূর্যের আলো (কমপক্ষে ৬-৮ ঘণ্টা) প্রয়োজন।
২. লঙ্কা: লঙ্কা গাছ খুব সহজেই টবে বা ছোট পাত্রে লাগানো যায়। বিভিন্ন রঙের ও স্বাদের লঙ্কা পাওয়া যায়। এদেরও রোদ এবং নিয়মিত জলের প্রয়োজন।
৩. বেগুন: ছোট আকারের বেগুন গাছ ব্যালকনিতে লাগানোর জন্য উপযুক্ত। ভাল ফলনের জন্য ৬-৮ ঘণ্টা রোদ এবং নিয়মিত সার দেওয়া প্রয়োজন।
৪. শাক: পালং শাক, মেথি, লেটুস খুব সহজেই ছোট টবে বা গ্রো ব্যাগে লাগানো যায়। এগুলি দ্রুত বাড়ে এবং বেশি রোদেরও প্রয়োজন হয় না।
৫. বিনস: বুশ বিন না ঝাড় হয় এমন বিনস লতানো বিনসের তুলনায় ব্যালকনিতে চাষ করা সহজ। এরা বেশি জায়গা নেয় না এবং সহজেই ফল দেয়। এই গাছগুলির জন্যেও পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন।
সবজিগুলো লাগানোর সময় খেয়াল রাখবেন, পাত্র যেন যথেষ্ট বড় হয় এবং তাতে যেন ভালো নিষ্কাশন ব্যবস্থা থাকে। নিয়মিত সার দিন এবং পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করুন।
