আজকাল ওয়েবডেস্ক: চারদিকে এমনিতেই এত দূষণ যে ঠিকমতো শ্বাস নেওয়া দায়, তার উপর গরমে ধুলোবালির বাড়বাড়ন্ত। সব মিলিয়ে চাপ বাড়ছে ফুসফুসের উপর। যাঁরা ধূমপান করেন তাঁদের ঝুঁকি তো আরও বেশি। ফুসফুসকে রক্ষা করতে তাই নিয়মিত কিছু টোটকা মেনে চলা জরুরি।

১.  নিয়মিত গভীর শ্বাস নেওয়া: রোজ কয়েকবার ধীরে ধীরে লম্বা শ্বাস নিন। এতে আপনার ফুসফুসের পুরোটা জুড়ে অক্সিজেন পৌঁছবে আর ফুসফুস শক্তিশালী হবে। এটা স্ট্রেস কমাতেও খুব সাহায্য করে।

২. প্রচুর পরিমাণে জল পান করা: যথেষ্ট পরিমাণে জল পান করলে শ্বাসনালীতে জমে থাকা শ্লেষ্মা পাতলা থাকে। এর ফলে কফ সহজে বেরিয়ে যেতে পারে এবং ফুসফুস পরিষ্কার থাকে। তাই সারাদিনে অল্প অল্প করে জল পান করা খুব জরুরি।

৩.  গরম জলের ভাপ: ইউক্যালিপটাস বা মেন্থলের মতো ভেষজ তেল গরম জলে মিশিয়ে ভাপ নিলে বন্ধ নাক খুলতে আর শ্বাস নিতে সুবিধা হতে পারে। এটা ফুসফুসের পথ না শ্বাসনালী পরিষ্কার রাখতেও সাহায্য করে।

৪.  শারীরিক কার্যকলাপ: নিয়মিত ব্যায়াম করলে আপনার হৃদপিণ্ড এবং ফুসফুস দুটোই শক্তিশালী হয়। যোগা বা সাধারণ হাঁটাচলাও ফুসফুসের কার্যকারিতা বাড়াতে খুব উপযোগী।

৫.  হলুদ এবং আদা: হলুদ আর আদার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে যা ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে। এগুলো চা হিসেবে খেতে পারেন বা রান্নার মশলায় ব্যবহার করতে পারেন।