আজকাল ওয়েবডেস্ক: অবসর নিচ্ছেন ওয়ারেন বাফেট। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের নাম নিলে তাঁর নাম উঠবে একেবারে উপরের দিকে। বিশ্ববিখ্যাত এই আমেরিকান ব্যবসায়ী বর্তমানে বার্কশায়ার হ্যাথাওয়ে নামক বহুজাতিক হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান এবং সিইও পদে আসীন। তবে চলতি বছরের শেষেই অবসর নিচ্ছেন তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৬৯ বিলিয়ন ডলার।

বাফেটকে বিশ্বের সর্বকালের অন্যতম সফল এবং প্রভাবশালী বিনিয়োগকারী হিসেবে গণ্য করা হয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন। তিনি কেবল অত্যন্ত সফল বিনিয়োগকারী এবং ব্যবসায়ীই নন, তিনি তাঁর জ্ঞান, সরল জীবনযাপন এবং উদারতার জন্যও বিশ্বজুড়ে সম্মানিত। ৯৪ বছর বয়সি এই শিল্পপতি জীবনে উন্নতির জন্য বিভিন্ন সময় বেশ কিছু উপদেশ দিয়েছেন, অনেকেই মনে করেন জীবনে উন্নতি করতে চাইলে সেই উপদেশগুলি মেনে চলা জরুরি।

১। “সবচেয়ে ভাল বিনিয়োগ হল নিজের উপর বিনিয়োগ করা।” অর্থাৎ সফল হতে চাইলে আগে নিজেকে যথার্থ জ্ঞান অর্জন করতে হবে।

২। “কী করছ সেটা না জানাই সবচেয়ে বড় ঝুঁকি।” অর্থাৎ যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেই বিষয় সম্পর্কে সব কিছু জেনে নেওয়া সবচেয়ে জরুরি।

৩। “নিজের তুলনায় সফল ব্যক্তিদের সঙ্গে মেলামেশার চেষ্টা করুন।” অর্থাৎ বাংলায় যাকে বলে সৎ সঙ্গে স্বর্গবাস।

৪। “আজকে তুমি গাছের ছায়ায় বসতে পারছ কারণ বহু বছর আগে কেউ একজন বীজ রোপন করেছিলেন।” অর্থাৎ সবসময় দীর্ঘমেয়াদি পরিকল্পনা সবসময় কার্যকর।

৫। “সবসময় সুযোগ আছে না, তাই যখন টাকার বৃষ্টি হবে তখন বালতি নিয়ে সেই বৃষ্টিতে দাঁড়াও।” অর্থাৎ সুযোগ এলে কখনও হাতছাড়া না করার পরামর্শ দিয়েছেন বাফেট।