আজকাল ওয়েবডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্রে মাঝে মাঝে গ্রহ ও নক্ষত্রপুঞ্জের এমন আশ্চর্যজনক সমন্বয় দেখা যায়, যা বহু বছর পরে ঘটে। মার্চ মাসে এমনই বিরল ঘটনা ঘটতে চলেছে। আগামী ২৯ মার্চ রাত ১১টা ০১ মিনিটে শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে।আর সেদিনই হবে বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ। পঞ্জিকা অনুযায়ী, ওই দিন চৈত্র শুক্লপক্ষের অমাবস্যা তিথি। ১০০ বছর পর এমন কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। একই দিনে শনির রাশি পরিবর্তন এবং সূর্যগ্রহণের কারণে ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরবে। তাহলে কাদের ভাগ্য সহায় হবে, জেনে নিন- 

মেষ- সূর্যগ্রহণ এবং শনির রাশি পরিবর্তনের প্রভাব মেষ রাশির উপর ইতিবাচক হতে চলেছে। আর্থিক সমস্যার সমাধান হবে। রাতারাতি আর্থিক লাভেরও যোগ রয়েছে। ব্যবসায়ীদের বড় বিনিয়োগের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। সন্তানের বিদেশ যাত্রার খবর পেতে পারেন। 

কর্কট- সূর্যগ্রহণ এবং শনির রাশির পরিবর্তন কর্কট রাশির জন্য শুভ হবে। যে কোনও বিষয়ে সাফল্যের সম্ভাবনা রয়েছে। মানসিক চাপের অবসান হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন। তবে যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। 

বৃশ্চিক- শীঘ্রই সূর্যগ্রহণ এবং শনির রাশি পরিবর্তনের প্রভাবে বৃশ্চিক রাশির সুদিন ফিরবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে। নতুন জমি, বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।   নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরিতে পদোন্নতি এবং বেতন বাড়তে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে৷ 

ধনু- সূর্যগ্রহণ এবং শনির রাশি পরিবর্তনে ধনু রাশির সৌভাগ্যের দরজা খুলে যাবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। পরিবারে প্রবীণদের স্বাস্থ্যের খেয়াল রাখুন।