আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে বাজছে সানাই। চারিদিকে সাজো সাজো রব। একে একে আসতে শুরু করেছেন অতিথিরাও। পাত্র-পাত্রী উভয়ের বাড়িতেই চলছে বেশ তোড়জোড়। কিন্তু আচমকা ঘটে গেল এক দুর্ঘটনা। মনের দুঃখে ঘর ছাড়লেন যুবক। আনন্দের মাঝে কী এমন হল? 

আসলে বাবাই নাকি ছেলের জীবন নষ্ট করে দিয়েছেন! ছেলের হবু বউকে বিয়ে করে বসেন বাবা। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবেই মহারাষ্ট্রের নাসিকে ঘটেছে এমন ঘটনা। যা ছড়িয়ে পড়তেই চারিদিকে বেশ চর্চা শুরু হয়েছে। যে তরুণীকে যুবক জীবনসঙ্গী করবেন ভেবেছিলেন বিয়ের মাত্র কয়েকদিন আগে তিনিই সৎ মা হয়ে বাড়িতে আসেন! যা দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। এরপরই সবকিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি। 

স্থানীয় সূত্রের খবর, বেশ অনেকদিন মাকে হারিয়েছেন যুবক। তারপর থেকে বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন। কিছুদিন আগে ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজতে শুরু করেন প্রৌঢ়। এক তরুণীর সঙ্গে বিয়ের ঠিকও হয় যুবকের। পাত্র-পাত্রী উভয়েই একে অপরকে পছন্দ করেন। এরপরই দুই পরিবারের তরফে বিয়ের প্রস্তুতি শুরু হয়। আর এরই মাঝেই ছেলের সুখের জীবনে বাধা হয়ে আসেন বাবা। 

ছেলে যখন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, তখনই হবু বউমাকে মন দিয়ে ফেলেন প্রৌঢ়। ধীরে ধীরে সেই তরুণীর প্রতি আকৃষ্ট হতে থাকেন তিনি। এমনকি ওই তরুণীও তাঁর হবু শ্বশুরকে পছন্দ করেন। এই পরিস্থিতিতে ছেলের বিয়ের কয়েকদিন আগে ওই তরুণীকে পালিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন প্রৌঢ়। 

বাবার কীর্তি দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন যুবক। বর্তমানে তিনি বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। বাড়ি থেকে আলাদা থাকতে শুরু করেছেন। আর এই ঘটনা নিয়ে যে গোটা এলাকায় বেশ চর্চা শুরু হয়েছে তা বলাই বাহুল্য!