আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে বদল এসেছে ফ্যাশন দুনিয়াতেও। বর্তমানে পোশাক পরিধানের ধ্যান-ধারণাতেই আধুনিকত্বের আমেজ ভরপুর। সাবেক হোক বা পশ্চিমি, কোন পোশাকের সঙ্গে কেমন সাজ, কীভাবে পরতে হবে, তা জানলেই কাজ হাসিল। কারণ যে কোনও সাজই সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে জোগায় আত্মবিশ্বাসও। ফ্যাশন ফ্লোরে ধরা দিলেন চার অভিনেত্রী- শ্রীজলা গুহ, সংঘমিত্রা তালুকদার, শ্বেতা মিশ্র, ঐন্দ্রিলা বোস।
কথায় আছে শাড়িতেই নারী। ফ্যাশনেবল থ্রি কোয়ার্টার ব্লাউজের সঙ্গে সৃজলা পরেছেন ক্রেপ শাড়ি।
ইয়েলো ম্যাজেন্টা ক্রেপ ফ্লোরাল শাড়ি, সঙ্গে ফ্লোরাল স্লিভসের থ্রি কোয়ার্টার ব্লাউজে নজর কেড়েছেন অভিনেত্রী।
ইন্দো ওয়েস্টার্নে নজরকাড়া সংঘমিত্রা তালুকদার।
সানি ইয়েলো ইন্দো ওয়েস্টার্ন থ্রি পিস ধোতি স্কার্ট, এমব্রয়ডারি ব্রালেট পরেছেন অভিনেত্রী। সঙ্গে একইরঙা লং শ্রাগ।
পশ্চিমী পোশাকের ভিড়ে কখনও মলিন হয় না শাড়ির আভিজাত্য। অভিনেত্রী ঐন্দ্রিলা বোসও শাড়িতেই নজর কেড়েছেন।
শ্বেতার পরনে কাতানের উপরে ম্যাজেন্টা কাতান সিল্ক রুপোলি এমব্রয়ডারি স্কার্ট পাড় শাড়ি, সঙ্গে কনট্রাস্ট বটল গ্রিন ব্রাউজে জারদৌসি কাজ। গলায় মানানসই ভারী দুল ও সোনালি রঙের বালায় অভিনেত্রীর থেকে চোখ ফেরানো দায়।
ছিমছাম ইন্দো-ওয়েস্টার্নে অনবদ্য ঐন্দ্রিলা বোস।
ওয়েস্টার্নে মস গ্রিন ইন্দো ওয়েস্টার্ন থ্রি পিস ফিসকাট স্কার্ট, এমব্লয়ডারি ব্রালেট। সঙ্গে অভিনেত্রী পরেছেন একই রঙা টিস্যুর জ্যাকেট।
মডেল- শ্রীজলা গুহ, সংঘমিত্রা তালুকদার, শ্বেতা মিশ্র, ঐন্দ্রিলা বোস
মেকআপ শিল্পী - সুনন্দা অধিকারী, জয়িতা দাস, জয়শ্রী রায়, শ্রাবনী গুইন
ফটোগ্রাফার - সম্রাট বিশ্বাস, শুভঙ্কর মন্ডল
শাড়ি- আম্রপলিস বাই ববিতা টোডি
কর্ডস সেট- গোইন্দ্রিলা
স্টাইলিং- রোজালীন
কো-অর্ডিনেশন - মধুরিষা শীল
ফুড পার্টনার- চাওম্যান
