আজকাল ওয়েবডেস্ক: ফাসট্যাগ চালু হওয়ার পর থেকে অনেকটাই কমেছে টোল আদায় করার ঝক্কি। ন্যাশনাল ইলেকট্রনিক টোল কালেকশন দ্বারা তৈরি এই ফাসট্যাগ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এতে গাড়ির চালকদের টোল বুথে নামতে না হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে ক্যাশলেস বা নগদহীন পেমেন্ট করা যায়।
সরকারি তথ্য অনুযায়ী ৯৬% এরও বেশি টোল প্লাজা ফাসট্যাগ পদ্ধতিতে পেমেন্ট গ্রহণ করে। কিন্তু জানেন কি একটি নিয়ম জানা থাকলেই আপনি বাঁচাতে পারেন টোল ট্যাক্স? ২০২১ সালের মে মাসে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ফাসট্যাগ ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ নিয়ম চালু করে। একে অনেকে ১০-সেকেন্ডের আইনও বলে থাকেন।
এই ১০-সেকেন্ডের নিয়মটি আসলে কী?
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, যতই যানজট থাকুক, কোনও টোল বুথে ১০ সেকেন্ডের বেশি গাড়ি দাঁড় করিয়ে রাখা উচিত নয়। এবং যদি, ফাসট্যাগে ক্যাশলেস পেমেন্ট করার সময় টোল প্লাজা ১০ সেকেন্ডের বেশি সময় নেয় তাহলে আপনাকে আর টাকা দিতে হবে না। অর্থাৎ ১০ সেকেন্ডের বেশি সময় লাগলে টোল কর্তৃপক্ষ আপনার কাছ থেকে কোনও ধরনের টোল চার্জ আদায় করতে পারবে না। এই ক্ষেত্রে, কোনও টোল ট্যাক্স ছাড়াই গাড়িটিকে যেতে দিতে বাধ্য তারা।
