আজকাল ওয়েবডেস্ক: কুকুরপ্রেমীদের জন্য এ যেন স্বপ্নপূরণের খবর। প্রিয় পোষ্যকে দীর্ঘদিন পাশে রাখার আশা এবার বাস্তবে পরিণত হতে চলেছে। মার্কিন বায়োটেক সংস্থা লয়্যাল এমন এক ওষুধ তৈরি করেছে, যা কুকুরের বার্ধক্য থামিয়ে দিতে পারে বলে দাবি। সবকিছু ঠিকঠাক চললে ২০২৬ সালের মধ্যেই বাজারে আসতে পারে এই যুগান্তকারী ওষুধ।
বিশেষ করে বড় আকারের কুকুরদের (৪০ পাউন্ড বা তার বেশি ওজনের) আয়ু তুলনায় কম হয়। দ্রুত বেড়ে ওঠার কারণে অল্প বয়সেই বার্ধক্য গ্রাস করে তাদের। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এর জন্য দায়ী একটি বিশেষ হরমোন। এই হরমোনের নাম আইজিএফ-১ (ইনসুলিন-লাইক গ্রোথ ফ্যাক্টর-১)। গবেষকদের দাবি, নতুন ওষুধ এই হরমোনটিকে নিয়ন্ত্রণ করতে কাজে লাগবে। ওষুধটির নাম লয়-০০১। ওষুধটি সরাসরি এই হরমোনকে লক্ষ্য করেই কাজ করবে বলে দাবি। এর ফলেই কুকুরের শরীরে বয়স বাড়ার গতি ধীর হবে, আর তারা আরও কয়েক বছর সুস্থ থাকতে পারবে।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
সবচেয়ে বড় খবর, যুক্তরাষ্ট্রের এফডিএ (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) ইতিমধ্যেই লয়-০০১-কে শর্তসাপেক্ষ অনুমোদন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ওষুধ নিয়ামক সংস্থা জানিয়েছে, এই ওষুধের কার্যকারিতা নিয়ে “রিজনেবল এক্সপেক্টেশন অফ ইফেক্টিভনেস”। অর্থাৎ, এই ওষুধের কাজ করার যথেষ্ট সম্ভাবনা আছে। প্রাণিজগতে এটাই হতে পারে প্রথম অনুমোদিত অ্যান্টি-এজিং ওষুধ।
লয়-০০১-এর পাশাপাশি সংস্থাটি তৈরি করছে আরেকটি ফর্মুলা। নাম লয়-০০২। এটি বয়স্ক কুকুরদের জন্য, যেখানে আকার বা ওজনের কোনও সীমাবদ্ধতা নেই। এই ওষুধ কুকুরের মেটাবলিক স্বাস্থ্য উন্নত করে শরীরকে সক্রিয় রাখবে। ফলে বৃদ্ধ কুকুরদের চলাফেরা সহজ হবে, ব্যথা কমবে এবং তারা থাকবে চনমনে। বর্তমানে এর ট্রায়াল চলছে এবং প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
লয়্যাল-এর দাবি, তাদের গবেষণার লক্ষ্য শুধু কুকুরের আয়ু বাড়ানো নয়। বরং “হেলথস্প্যান” অর্থাৎ, সুস্থ থেকে বেঁচে থাকার সময়কাল বাড়ানোই আসল উদ্দেশ্য। প্রিয় পোষ্যের জীবনে যদি শেষ কয়েকটি বছরও আনন্দে কাটে, তবেই এই গবেষণার সার্থকতা।
আরও পড়ুন: নিজে অক্ষম, স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশীকে ভাড়া করলেন যুবক, ৭২ বার চেষ্টার পর কী হল ফলাফল?
বিশেষজ্ঞদের মতে, লয়-০০১ বাজারে এলে তা শুধু কুকুরপ্রেমীদেরই নয়, গোটা ভেটেরিনারি অর্থাৎ পশু চিকিৎসা ব্যবস্থারই এক নতুন দিগন্ত খুলে যাবে। ভবিষ্যতে বিড়াল বা অন্য প্রাণীর ক্ষেত্রেও একই ধরনের ওষুধ আসতে পারে বলে আশা করছেন গবেষকরা।
কুকুরপ্রেমীদের কাছে এই খবর তাই নিঃসন্দেহে এক আশার আলো। অস্ত্রোপচার বা জটিল চিকিৎসার ঝক্কি ছাড়াই প্রিয় কুকুরকে যদি আরও কয়েক বছর সুস্থ, ব্যথাহীন ও আনন্দময় জীবন উপহার দেওয়া যায়, তার চেয়ে বড় পাওনা আর কী হতে পারে!
