আজকাল ওয়েবডেস্ক: ভালবাসা এমন এক গভীর অনুভূতি যার অভিজ্ঞতা যে কোনও বয়সে হতে পারে। কাউকে হঠাৎ দেখে যেমন ভাল লেগে যায়, আবার দীর্ঘদিন ধরে কথা বলা, বোঝাপড়ার পরও আকর্ষণ অনুভব হতে পারে। কথায় বলে, কে যে কখন কার প্রেমে পড়বে তা আগে থেকে বলা মুশকিল। তবে জানেন কি, বিবাহিত পুরুষদের প্রতি মহিলারা বেশি আকৃষ্ট হন? অনেকেরই এনিয়ে নানা মত থাকতে পারে। তবে সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এর আসল কারণ।
'জার্নাল অফ হিউম্যান নেচার' নামক বিজ্ঞান বিষয়ক এক পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, অনেক ক্ষেত্রেই একজন মহিলাকে অন্য মহিলাদের অনুকরণ করতে দেখা যায়। আর সেই কারণেই এক পুরুষের প্রতি একজন মহিলা আকৃষ্ট হলে, অন্যান্য মহিলারাও তাঁর প্রতি আকর্ষণ বোধ করেন।
গবেষকদের মতে, শারীরিক আকর্ষণের চেয়েও মহিলারা মানসিক আকর্ষণকে বেশি গুরুত্ব দেন। সেক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ মহিলা এমন পুরুষদের পছন্দ করেন যাঁরা ইতিমধ্যেই কোনও না কোনও স্থায়ী সম্পর্কে রয়েছেন। সাধারণত অল্পবয়সি মহিলারা বিবাহিত বা অন্য সম্পর্কে থাকা পুরুষদের অভিজ্ঞ ও সুরক্ষিত মনে করেন।
বেশিরভাগ মহিলাই বিবাহিত পুরুষদের বেশি বিশ্বাসযোগ্য মনে করেন। কারণ সেই পুরুষটি ইতিমধ্যে একটি সম্পর্কে তাঁর নির্ভরযোগ্যতা প্রমাণ করেছেন। অঙ্গীকার ও প্রতিশ্রুতি রাখার ক্ষেত্রে বিবাহিত পুরুষেরা বেশি নির্ভরযোগ্য, এমনটাই মনে করেন বেশিরভাগ মহিলা। এমনকী গবেষকরা মনে করেন, অনেক ক্ষেত্রে বিবাহিত পুরুষের অভিজ্ঞতা ও পরিপক্বতাও মহিলাদের আকর্ষণ করে। মহিলারা মনে করেন, অবিবাহিতদের তুলনায় সম্পর্কের ঘাত প্রতিঘাত সামলানোতে বিবাহিত পুরুষরা বেশি সক্ষম।
গবেষণায় এও দেখা গিয়েছে, বিবাহিত বা সম্পর্কে রয়েছেন এমন পুরুষরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধা বোধ করেন। যেখানে অবিবাহিত পুরুষদের সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রেই মহিলারা পছন্দ করেন না। বিবাহিত পুরুষদের পক্ষে পরকীয়ায় জড়ানো বড় ঝুঁকি। তাই যখন কোনও বিবাহিত পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়েন তখন তা প্রমাণ করে যে তিনি দ্বিতীয় নারীর জন্য বড়সড় ঝুঁকি নিতেও প্রস্তুত। আর এই আকর্ষণই অনেক মহিলাকে বিবাহিত পুরুষদের প্রতি আকৃষ্ট করে।
