আজকাল ওয়েবডেস্ক: অফিস থেকে ফিরেই নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে? অথচ হাতে সময় মাত্র ঘন্টাখানেক। এই অবস্থায় ত্বকের যত্ন নেবেন কীভাবে? এতো অল্প সময়ে তো পার্লারে যাওয়া সম্ভব নয়। মুশকিল আসান হতে পারে ঘরোয়া একটি উপাদানেই- টমেটো। হ্যাঁ, টমেটো দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করে তিরিশ মিনিটেই ফিরে পেতে পারেন হারানো জেল্লা। রইল সেই কৌশল -

একটি টমেটোকে গোল গোল টুকরো করে কেটে নিন। এবার একটি টুকরোর উপর এক চা চামচ কফি এবং এক চা চামচ চিনি দিয়ে দিন। কফি ও চিনি সমেত টুকরোটি ধরে সারা মুখে ঘষে নিন ভাল করে। এতে মুখের মৃত কোষ দূর হবে। মিনিট পাঁচেক স্ক্রাব করে মুখ ভাল করে ঠান্ডা জলে ধুয়ে ফেললেই দেখবেন রোদে পোড়া দাগ দূর হয়ে গিয়েছে।

দ্বিতীয় ধাপে ফের একটি গোল করে কাটা টমেটোর টুকরো নিন। এবার তার উপর দিয়ে দিন এক চা চামচ অ্যালো ভেরা জেলি। এই জেলি সমেত টমেটোর টুকরো দিয়ে ১০ মিনিট ধরে ভাল করে মুখ মালিশ করুন। দেখবেন অতি দ্রুত আর্দ্রতা ফিরে পাবে ত্বক। দেখাবে জেল্লাদার। 

তৃতীয় ধাপে ব্যবহার করতে হবে এক চা চামচ পরিমাণ হলুদ। এ ক্ষেত্রে আগের ধাপে লাগানো অ্যালো ভেরা জেলি না ধোয়ার দরকার নেই। তার উপরেই একটি টমেটোতে হলুদ মাখিয়ে সরাসরি মুখে মালিশ করুন। ১০ মিনিট রেখে সবটা ধুয়ে ফেলুন জল দিয়ে। সবশেষে অল্প ময়েশ্চরাইজার মেখে নিলেই দেখবেন কোমল ও মসৃণ হয়ে গিয়েছে ত্বক।