আজকাল ওয়েব ডেস্ক: নির্দিষ্ট সময় প্রতিটি গ্রহই স্থান পরিবর্তন করে। যার প্রভাব সরাসরি পড়ে বিভিন্ন রাশির উপর। বৃহস্পতিকে গ্রহদের মধ্যে দেবগুরু বলা হয়। একইসঙ্গে বৃহস্পতিকে সুখ, সমৃদ্ধি, মান সম্মান, ধন ঐশ্বর্যের কারক বলে মনে করা হয় ৷ খুব শীঘ্রই বৃহস্পতি স্থান পরিবরর্তন করতে চলেছে।
বর্তমানে বৃহস্পতি শুক্রের রাশি বৃষতে রয়েছে। আগামী মে অর্থাৎ ২০২৫-এর মে পর্যন্ত এখানেই বিরাজমান ৷ আর আগামী বছরই বহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে। ২০২৫-এর ১৫ মে বৃষ থেকে বেরিয়ে মিথুনে প্রবেশ করবেন দেবগুরু৷ এরপর অক্টোবরে কর্কটে যাবেন এবং ২০২৫ সালের শেষের দিকে ফের মিথুনে ফিরে আসবেন ৷ আর জ্যোতিষশাস্ত্র মতে,আগামী বছর বৃহস্পতির এই তিনবার স্থান পরিবর্তনে শুভ প্রভাব পড়বে তিন রাশির উপর। তাহলে কার ভাগ্য মুড়বে সোনায়? কারা উঠবেন সাফল্যের শিখরে? জেনে নেওয়া যাক-
বৃষ রাশি- দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন বৃষ রাশির জন্য শুভ সময় নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা এবার হাতে পাবেন ৷ অর্থভাগ্য থাকবে তুঙ্গে। পৈতৃক ব্যবসা বাণিজ্যের মালিকানা পেতে পারেন ৷ ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মামলা চললে এবার তা মীমাংসা হতে পারে। পরিবারে কোনও সুসংবাদ আসতে পারে৷
মিথুন রাশি- দেবগুরুর কৃপায় শীঘ্রই মিথুন রাশির জীবনে ভাল খবর আসতে চলেছে। যে কোনও কাজে সহায় থাকবে ভাগ্য। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে৷ পরিবারে সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন। বাড়বে সমাজে মান সম্মান। সংসারে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
সিংহ রাশি- বৃহস্পতির রাশি পরিবর্তন অত্যন্ত লাভজনক হতে চলেছে সিংহ রাশির জন্য ৷ আর্থিক সমস্যা মিটতে পারে। শিক্ষার্থী উচ্চশিক্ষার বড় সুযোগ পেয়ে পারেন। সন্তানের উন্নতি হতে পারে ৷ লটারি কাটতে পারেন। আচকা বড় অঙ্কের টাকা পেতে পারেন। চাকরি ব্যবসায় ভাল সময় কাটবে।
