আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত। প্রায় ১৩ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে।বর্তমানে বৃষ রাশিতে রয়েছেন দেবগুরু। আগামী ১৫ মে বৃহস্পতি শুক্রের ঘর বৃষ ছেড়ে বুধের ঘরে অর্থাৎ মিথুনে প্রবেশ করবেন। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত মিথুনেই থাকবেন দেবগুরু। তারপর মিথুন থেকে বেরিয়ে বৃহস্পতি চন্দ্রে প্রবেশ করবেন। আর বৃহস্পতির এই ঘর বদলের ফলে ৩ রাশির ভাগ্যে বিরাট বদল আসবে। জেনে নেওয়া যাক কাদের কপাল খুলবে-
বৃষ- বৃহস্পতির ঘর বদল বৃষ রাশির জন্য লাভজনক হবে। আত্মবিশ্বাস বাড়বে৷ অনেক দিনের আটকে থাকা কাজ এবার শেষ করতে পারবেন ৷ চাকরিজীবীদের জন্য ভাল সময় আসতে চলেছে৷ ব্যবসা আরও সুরক্ষিত হবে৷ আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সমাজে মান সম্মান বাড়বে ৷ পারিবারে শান্তি বজায় থাকবে।
সিংহ- বৃহস্পতির রাশি পরিবর্তনে সিংহ রাশির ভাগ্য সদয় হবে। যে কোনও পরিস্থিতি অনুকূল হতে চলেছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন ৷ অফিসে প্রমোশন পেতে পারেন। বিনিয়োগের ব্যবসায় লাভের মুখ দেখবেন। সন্তানের পরীক্ষা সংক্রান্ত দুশ্চিতা কমবে।
ধনু- দেবগুরুর কৃপায় ধনু রাশির ভাগ্যের চাকা ঘুরবে৷ পুরনো ঋণের হাত থেকে মুক্তি পাবেন। সরকারি চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। আর্থিক সংকট কাটবে। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে।
