আজকাল ওয়েবডেস্ক: আজ ২০শে এপ্রিল রবিবার, এমনিতেই সূর্যদেবের দিন। উপরন্তু আজ রবিযোগও রয়েছে। যা জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবের শুভযোগ বলে মানা হয়। অন্যদিকে চন্দ্র ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবেন। এর সঙ্গেই রয়েছে বিরল ত্রিপুষ্কর যোগ। ত্রিপুষ্কর যোগ হল হিন্দু জ্যোতিষশাস্ত্রে একটি শুভ যোগ। ত্রি কথার অর্থ তিন, আর পুষ্কর কথার অর্থ পদ্ম। অর্থাৎ যখন তিনটি গ্রহ একটি রাশিতে একত্রিত হয়, তখন এই যোগ গঠিত হয়। যেহেতু ব্রহ্মা এবং লক্ষ্মী পদ্মের উপর থাকেন তাই এই যোগে কোনও কোনও রাশির বিপুল ধনলাভের আশা থাকে।
মেষ: এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে। তবে, কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেলেও, আর্থিক দিক থেকে কিছু ভাল সুযোগ আসতে পারে। অপ্রত্যাশিত কিছু ব্যয় হতে পারে, তাই বুঝে খরচ করুন।
কর্কট: কর্কট রাশির জাতকদের জন্য দিনটি শুভ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে এবং আর্থিক লাভের সুযোগ আসতে পারে। বন্ধুদের কাছ থেকে চাকরির প্রস্তাবও পেতে পারেন।
তুলা: তুলা রাশির জাতকদের জন্য আজ বিভিন্ন দিক থেকে আয়ের যোগ দেখা যাচ্ছে। ব্যবসায়িক জটিলতা কাটিয়ে ওঠার সম্ভাবনা আছে।
বৃশ্চিক: এই রাশির জাতকদের জন্য পাওনা আদায়ের ক্ষেত্রে আজ খুব ভাল যোগ দেখা যাচ্ছে। আর্থিক চাপ কিছুটা কম হতে পারে।
