আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে চাঁদ সবচেয়ে দ্রুত গতিতে রাশি পরিবর্তন করে। আড়াই দিনে রাশি বদলায় চাঁদ৷ আজ সোমবার ১৬ জুন চাঁদ কুম্ভ রাশিতে গমন করতে চলেছে। যেখানে ইতিমধ্যেই উপস্থিত ছায়া গ্রহ রাহু। চন্দ্র এবং রাহু এক রাশিতে আসার ফলে গ্রহণ যোগ তৈরি হবে। আগামী ১৮ জুন সন্ধ্যা ৬:৩৫ পর্যন্ত এই যোগ স্থায়ী হবে। ১৮ বছর পর কুম্ভ রাশিতে এই গ্রহণ যোগ তৈরি হতে চলেছে। যার প্রভাবে চার রাশির জীবনে বিপদের আশঙ্কা রয়েছে৷ 

কর্কট: গ্রহণ যোগের অশুভ প্রভাব পড়বে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে৷ প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে৷ সন্তানের কারণে মা-বাবা চিন্তিত হতে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। ব্যবসায়ে যে কোনও সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হবে। ভাগ্য সদয় না হলে বড় লোকসান হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে৷ 


ধনু: রাহু এবং চন্দ্রের সংযোগে ধনু রাশির পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। কঠিন পরিশ্রম করেও সাফল্য নাও পেতে পারেন।আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে। দাম্পত্যে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে৷ শরীরের দিকে খেয়াল রাখুন। বদহজমের সমস্যায় ভুগতে পারেন। 

কুম্ভ: গ্রহণ যোগের কারণে কুম্ভ রাশির অধিকারীরা বিভিন্ন বিষয়ে সমস্যায় পড়বেন। তবে ধৈর্য হারালে চলবে না। কর্মক্ষেত্রে সমস্যা হলে পেশাদারের দৃষ্টিভঙ্গিতে সমাধান করা চেষ্টা করুন। ব্যক্তিগত জীবনও জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্যে জড়াতে পারেন।

মীন: চন্দ্র-রাহুর প্রভাবে মীন রাশির জাতক-জাতিকারা একাধিক বাধার সম্মুখীন হতে পারেন । সম্পত্তি সংক্রান্ত সমস্যায় জড়াতে পারেন।  আয় ও ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করুন। নচেৎ ভবিষ্যতে বিপদে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীরা বিপদে ফেলার চেষ্টা করতে পারে। তবে সৎ পথে কাজ করে গেলে দেরিতে হলেও ফল পাবেন।