আজকাল ওয়েবডেস্ক: পঞ্জিকা অনুসারে আজ ১০ জুলাই আষাঢ় মাসে শুক্লা পূর্ণিমা তিথি। এমনিতেই বৃহস্পতিবার নারায়ণের দিন। পাশাপাশি বৃহস্পতি দেবগুরু। তাই আজ আজকের পূর্ণিমাকে অনেকে গুরুপূর্ণিমা হিসাবেও পালন করেন। অন্যদিকে ইন্দ্রযোগের সঙ্গে আজ যুক্ত হচ্ছে বৈধৃতি যোগ। সূর্য চন্দ্রের বিশেষ অবস্থানের কারণে এই যোগ তৈরি হয়। সব মিলিয়ে দেখে নেওয়া যাক আজ কোন কোন রাশির জন্য ভাল যাবে দিনটি।

বৃষ: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ অত্যন্ত শুভ একটি দিন। কর্মক্ষেত্রে বড় কোনও দায়িত্ব আসতে পারে, যা ভবিষ্যতে উন্নতির সিঁড়ি হয়ে দাঁড়াবে। ব্যবসায় বিনিয়োগ শুভ। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে, যা মন ভাল করে দেবে।

কর্কট: কর্কট রাশির জন্য আজ মনের ইচ্ছা পূরণের যোগ। দীর্ঘদিনের চেষ্টার ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। প্রেমের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হতে পারে। যাত্রাযোগ শুভ, বিশেষ করে জলপথে।

কন্যা: কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি ও ধৈর্য আজ বস এবং সহকর্মীদের মুগ্ধ করবে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় উন্নতির সুযোগ পেতে পারেন। আইন বা শিক্ষা সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য উন্নতির দিকে যাবে।

বৃশ্চিক: আর্থিক দিক থেকে লাভজনক সিদ্ধান্ত নিলে ভাল ফল পাবেন। সৃজনশীল কাজে বিশেষ স্বীকৃতি আসতে পারে। প্রেমের ক্ষেত্রেও দিনটি অনুকূল। তবে পরকীয়ায় লিপ্ত হলে ধরা পড়তে পারেন।

মকর: আত্মবিশ্বাস এবং কৌশলের সংমিশ্রণে আজ যে কোনও জটিল সমস্যার সমাধান করতে পারবেন। পরিবারের অন্য কোনও সদস্যের জন্য সুসংবাদ পেতে পারেন। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য শুভ সুযোগ আসতে পারে।