আজকাল ওয়েবডেস্ক: দুই দশকের বেশি সময় একসঙ্গে ছিলেন তাঁরা। কিন্তু মাঝবয়সে এসে একে অপরকে সন্তুষ্ট করতে পারছিলেন না। তাই এমন এক সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন দম্পতি যা দেখে চোখ কপালে উঠছে অনেকের। নিজেদের সংসারে স্বেচ্ছায় এক তৃতীয় সঙ্গী নিয়ে এসেছেন তাঁরা। এমনিই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
৪৩ বছর বয়সি র্যাচেল মেয়ার এবং তাঁর স্বামী অ্যারন মেয়ার খবরের শিরোনামে উঠে এসেছেন নিজেদের এহেন কাণ্ডে। বছর পাঁচেক আগে ক্যাসি নামের এক মহিলার সঙ্গে আলাপ হয় তাঁদের। বাড়ে ঘনিষ্ঠতা। বিষয়টি এমন পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত তিন জনের সংসার গড়ার সিদ্ধান্ত নেন তাঁরা। বর্তমানে ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে সুখে সংসার করছেন তিন জন।
সম্প্রতি নিজেদের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন, র্যাচেল এবং অ্যারন। দম্পতি জানিয়েছেন, প্রথম প্রথম পরিবারের কেউ এই ত্রিমুখী সম্পর্ক মেনে নেননি। আপত্তি জানিয়েছিলেন বন্ধুরাও। পেশায় মনোবিদ র্যাচেল জানান, কেউ কেউ তাঁদের তৃতীয় সঙ্গী ক্যাসিকে গালমন্দও করেছিলেন ঘর ভাঙছেন বলে। সার্বিক ভাবে দম্পতিও কিছুটা আতঙ্কে পড়েগিয়েছিলেন। কিন্তু সব ভাল যার শেষ ভাল। তাঁদের একসঙ্গে সুখে থাকতে দেখে অবশেষে বিষয়টি মেনে নিয়েছেন তাঁরা। এখন তিন জনই একই ঘরে থাকেন, শুতেও যান একই বিছানায়। সংসার ভাঙা তো দূরের কথা উল্টে আরও মজবুত হয়েছে বলে দাবি করেছেন র্যাচেল।
