আজকাল ওয়েবডেস্ক: প্রিয় সাদা শার্ট পরে সবে আয়নার সামনে দাঁড়িয়েছেন, অমনি চোখে পড়ল কলারের হলদেটে দাগটা। অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার আগেই হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার সময়, এমন দৃশ্য নিমেষে মেজাজ বিগড়ে দেয়। আসলে ঘাম, শরীরের তেল এবং ধুলোবালি জমে শার্টের কলারে এই ধরনের দাগ তৈরি হয়, যা সাধারণ ডিটারজেন্টে পুরোপুরি উঠতে চায় না। তবে ঘাবড়ানোর কিছু নেই। এই জেদি দাগ দূর করার জন্য রান্নাঘরেই এমন অনেক জিনিস রয়েছে যা দিয়ে সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব। সাধারণ কয়েকটি ঘরোয়া উপায়েই সাধের জামা আবার নতুনের মতো ঝকঝকে হবে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
১. শ্যাম্পু বা ডিশ ওয়াশিং লিকুইড
চুল থেকে তেল ও ময়লা দূর করার জন্য তৈরি শ্যাম্পু শার্টের কলারের তেলতেলে দাগ তুলতেও দারুণ কার্যকর। কারণ ত্বকের থেকে নির্গত হওয়া তেল ও ময়লা এই সব উপাদানে সহজে দূর হয়। ঠিক তেমনই, বাসনপত্র ঝকঝকে করার ডিশ ওয়াশিং লিকুইডও কাপড়ের তেল-ময়লা দূর করতে পারে।
পদ্ধতি: দাগ লাগা অংশে সামান্য শ্যাম্পু বা ডিশ ওয়াশিং লিকুইড লাগিয়ে দিন। পুরনো নরম ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। মিনিট পনেরো ওভাবেই রেখে দিন। এর পর সাধারণ ডিটারজেন্ট দিয়ে জামা ধুয়ে ফেলুন। দেখবেন, দাগ অনেকটাই হালকা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ১২ জন স্ত্রী! বাচ্চা করাই নেশা! ১০২ সন্তানের বাবা হয়ে অবশেষে থামলেন ৬৮-র মুসা, কেন ক্ষান্ত দিলেন? কী বললেন এ যুগের ধৃতরাষ্ট্র?
২. বেকিং সোডা ও ভিনিগারের পেস্ট
বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়ে দিলে, সেই মিশ্রণ দাগ তোলার এক জাদুকরী মিশ্রণে পরিণত হয়।
পদ্ধতি: দু’চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ সাদা ভিনিগার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি কলারের দাগের উপর লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এর পর ব্রাশ দিয়ে হালকা ঘষে ধুয়ে ফেলুন।
৩. লেবুর রস ও নুন
লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, যা দাগকে হালকা করতে সাহায্য করে। নুন দাগ তুলতে সাহায্য করে।
পদ্ধতি: একটি গোটা পাতিলেবুর রসের সঙ্গে এক চামচ নুন মিশিয়ে দাগের উপর ভাল ভাবে লাগিয়ে দিন। এরপর শার্টটি অন্তত এক ঘণ্টা কড়া রোদে শুকোতে দিন। শুকিয়ে গেলে স্বাভাবিক নিয়মে ধুয়ে ফেলুন।
৪. সাদা ভিনিগার
যদি দাগ খুব পুরনো ও জেদি হয়, তবে এই পদ্ধতিটি বিশেষভাবে কার্যকর। ভিনিগার দাগকে হালকা করে দেয়।
পদ্ধতি: একটি পাত্রে সমপরিমাণ জল এবং সাদা ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণে শার্টের কলারটি অন্তত এক ঘণ্টা ডুবিয়ে রাখুন। খুব বেশি দাগ হলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এর পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
৫. কর্নফ্লাওয়ার বা ট্যালকম পাউডার
এই টোটকাটি মূলত তেলতেলে দাগের উপর প্রয়োগ করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।
পদ্ধতি: কলারের তৈলাক্ত দাগের উপর কর্নফ্লাওয়ার বা ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। আধ ঘণ্টা রেখে দিন যাতে পাউডার তেল পুরোপুরি শুষে নিতে পারে। এর পর ব্রাশ দিয়ে পাউডার ঝেড়ে ফেলে দিয়ে শার্টটি ধুয়ে নিন।