আজকাল ওয়েবডেস্ক: এখন অনেকেই ঘরদোর পরিষ্কার করার জন্য বিভিন্ন সংস্থাকে ফোন করেন। তাদের লোক এসে বাড়ির ঝুল ঝাড়া, কাপড় কাচা, বাথরুম ধোয়া, সবই করে দিয়ে যায়। তবে তাঁরা যতই যত্ন করে ঘর পরিষ্কার করুন না কেন, অনেকের সেই সাফ সফাই পছন্দ হয় না। আবার কখনও কখনও হঠাৎ করে এমন সব সমস্যা দেখা দেয় যেটা তৎক্ষণাৎ সমাধান করা দরকার। সিঙ্ক বা বেসিনের মুখ বন্ধ হয়ে যাওয়া তেমনই একটি সমস্যা। বিশেষ করে সিঙ্কের মুখ আটকে জল জমে গেলে কেলেঙ্কারি অবস্থা হয় রান্নাঘরে। তবে চিন্তার কিছু নেই। কয়েকটি ঘরোয়া কৌশল মেনে চললেই এই ঝক্কি থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
১। গরম জল আর লিকুইড ডিশ সোপ
বেসিনের মুখ আটকে যাওয়ার প্রধান কারণ হল তেলচিটে ময়লা, খাবারের কণা বা সাবানের টুকরো জমে যাওয়া। এ সমস্যার প্রথম সমাধান হিসেবে ব্যবহার করতে পারেন গরম জল ও ডিশ ওয়াশিং সোপ। প্রথমে সিঙ্কে জমে থাকা জল যতটা সম্ভব সরিয়ে ফেলুন। সিঙ্কের মুখে পর্যাপ্ত পরিমাণ লিকুইড ডিশ সোপ ঢেলে দিন। প্রায় ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ফুটন্ত গরম জল ধীরে ধীরে ঢালতে থাকুন। গরম জল ও সাবানের মিশ্রণে জমে থাকা ফ্যাট ও ময়লা গলে বেরিয়ে যাবে, ফলে সিঙ্কের নালী আবারও পরিষ্কার হয়ে যাবে এবং ভাবে জল নামাতে শুরু করবে।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
২। বেকিং সোডা ও ভিনিগার
এটি সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর ঘরোয়া কৌশলগুলির মধ্যে অন্যতম। প্রথমে এক কাপ বেকিং সোডা সিঙ্কের মুখে ঢালুন। এর উপর ধীরে ধীরে এক কাপ ভিনিগার ঢালুন। দেখবেন ভিনিগার দিলেই সঙ্গে সঙ্গে বুদবুদ তৈরি হতে শুরু করবে, যা আসলে রাসায়নিক বিক্রিয়ার ফল। এই বিক্রিয়া জমে থাকা ফ্যাট ও ময়লার স্তরকে আলগা করে দেয়। প্রায় আধঘণ্টা অপেক্ষা করার পর গরম জল ঢেলে সিঙ্ক ধুয়ে ফেলুন। এতে পাইপ যেমন পরিষ্কার হবে, তেমনই বাজে গন্ধও দূর হবে।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
৩) প্লাঞ্জারের ব্যবহার
যদি ময়লা বেশি জমে থাকে এবং জল একেবারেই নামতে না চায়, সেক্ষেত্রে প্লাঞ্জার ব্যবহার করতে হবে। সিঙ্কে কিছুটা জল রেখে প্লাঞ্জারটি সিঙ্কের মুখে শক্তভাবে বসিয়ে দিন। কয়েকবার ওপর-নীচ করে চাপ দিন। এতে পাইপের ভেতরে বায়ুর চাপ তৈরি হবে এবং আটকে থাকা ময়লা নড়ে যাবে। এটি বেশ কার্যকর উপায়, তবে কিছুটা পরিশ্রমসাধ্য।
আরও পড়ুন: পাড়ার বৌদিদের অন্তর্বাস চুরি একের পর এক! চোরকে সামনে পেয়ে এ কী করলেন মহিলারা?
৪। লবণ ও গরম জলের কৌশল
আরেকটি সহজ উপায় হল লবণ ব্যবহার করা। সিঙ্কের মুখে আধ কাপ লবণ ঢেলে দিন। এর উপর ফুটন্ত গরম জল ঢালুন। লবণের দানাদার গঠন তেলচিটে ময়লা ঘষে সরিয়ে দিতে সাহায্য করে, আর গরম জল ফ্যাট গলিয়ে দেয়।
৫। ধাতব তার
কখনও কখনও বড় কোনও ময়লার দলা আটকে গেলে জল নামতে চায় না। সেক্ষেত্রে একটি ধাতব তার সোজা করে সিঙ্কের মুখে ঢুকিয়ে আটকে থাকা জিনিস টেনে বের করে আনা যায়। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে পাইপের ক্ষতি না হয়।
কিছু কিছু বিষয় মাথায় রাখবেন
১। কখনও অতিরিক্ত পরিমাণে ক্ষারযুক্ত কেমিক্যাল ব্যবহার করবেন না, এতে পাইপ নষ্ট হয়ে যেতে পারে।
২। নিয়মিত সপ্তাহে অন্তত একবার গরম জল ঢেলে সিঙ্ক পরিষ্কার করলে ময়লা জমতে পারবে না।
৩। রান্নাঘরে তেল, ভাজাভুজির অংশ বা বড় খাবারের কণা যেন সরাসরি সিঙ্কে না যায়, সেদিকে খেয়াল রাখুন।
সব মিলিয়ে সিঙ্ক পরিষ্কার করার জন্য দামী কেমিক্যালের প্রয়োজন নেই। সামান্য কিছু ঘরোয়া উপাদান আর বুদ্ধি খাটালেই সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব।
