পুজো পেরিয়েছে। লক্ষ্মীপুজোও শেষ। সে রেশ ফুরোতে না ফুরোতেই দীপাবলি এল বলে! ভরপুর এই উৎসবের মরসুমে ঘরদোরেও একটা আমেজ না ছড়ালে হয় নাকি?
আলোর উৎসবে সাধের বাড়িকে নতুন করে সাজিয়ে তোলার রেওয়াজ রয়েছে প্রায় গোটা দেশেই। এ সময়টায় অনেকেই যেমন ঘরদোরে দেন নতুন রঙের ছোঁয়া, তেমনই বদলে যায় আসবাবপত্র, গৃহসজ্জার টুকিটাকি। প্রদীপ থেকে বাতি, হরেক আলোর বাহার থেকে আল্পনা কিংবা অঞ্জলি— কালীপুজো কিংবা দীপাবলির দিনে তা-ও হতে হবে মনের মতো।
তবে শুধু সাজালেই তো হল না। তাতে মিশতে হবে উৎসবের রং। চারপাশে যে রং লাগলেই মন জুড়ে ছড়িয়ে যাবে তিরতিরে এক ভাল লাগা, আনন্দের পরশ মিশে যাবে পরিবার-পরিজন, বন্ধুদের সঙ্গে জমাটি উদযাপনে। কিন্তু সে রং চিনবেন কী ভাবে? জানেন কি কোন কোন রং আপনার এবারের দীপাবলিকে করে তুলতে পারে আরও রঙিন?
আরও পড়ুনঃ উৎসবে খুশি থাকুক বাড়ির সারমেয় সদস্যও, শব্দবাজির দাপট থেকে পোষ্যকে বাঁচাবেন কীভাবে?
খুশিয়াল রংঃ এবারের উৎসব প্যালেটে থাকতে পারে ওয়ার্ম নিউট্রাল শেডস, যে রংগুলো নিমেষে আড্ডার মৌতাতে ছড়িয়ে দিতে পারে একমুঠো উষ্ণতা। একটু মেটালিক টোনের বেইজ বা রাস্ট থাক কুশন কভারে। জানলা কিংবা দরজায় সোনালি জরির কাজ করা ক্রিম রঙা পর্দা। ঘর সাজাতে বেছে নিতেই পারেন টেরাকোটার প্রদীপ বা পিতলের টুকিটাকি। ভাবছেন একটু রাজকীয় মেজাজ আসুক? তবে দেওয়ালে লাগুক ঝলমলে ছোঁয়া। এমারেল্ড গ্রিন বা রয়্যাল ব্লু-র মতো শেড বেছে নিতেই পারেন। দেওয়াল সাজছে এমারেল্ড সিল্কে? তবে কুশনে থাক স্যাফায়ার ব্লু। উৎসবের আলোতেও টারকোয়াজ ব্লু ল্যাম্পশেড ভাল দেখাবে।
প্যাস্টেল শেডেই মজে মন? বেশ তো! বেছে নিতেই পারেন মিন্ট গ্রিন ডিনারসেট। দরজার সামনে, কর্নার কিংবা সেন্টার টেবিলে ফুলের সজ্জায় থাক ল্যাভেন্ডার। টেবিলের ঢাকনা কিংবা বিছানার থাক মোলায়েম গোলাপির শেড। একরঙা সাজ যদি আপনার বেশি মন কাড়ে, তবে উজ্জ্বল রঙের কনট্রাস্ট চোখ টানতেই পারে। রানির সঙ্গে ফুশিয়া, ম্যাজেন্টার সঙ্গে গোলাপির মতো যুগলবন্দি থাকুক না আপনার পর্দা, দেওয়াল, কুশনকভার কিংবা গৃহসজ্জায়। গোলাপির শেড কার্ডে এ রংগুলো কিন্তু নিমেষে এক উদযাপনী মেজাজ এনে দেয়।

রঙ্গোলি রঙ্গিলাঃ বাঙালি ঘরে আল্পনাই ছিল বরাবরের মঙ্গল-সাজ। ইদানীং সেই জায়গায় একটু একটু করে ঢুকে পড়েছে রঙ্গোলি। বিশেষত দীপাবলির রাতে ঘর সাজাতে অনেকেই রংবাহারি রঙ্গোলিতে আস্থা রাখেন আজকাল। এবছর তারও ট্রেন্ডে আছে বিশেষ কিছু রং। সাধারণভাবে রঙ্গোলির ডিজাইনে চোখ টানে লাল, হলুদ, কমলার মতো উজ্জ্বল পার্বণী-রং। এবার বরং তার জায়গায় থাক একটু অন্য রঙের পরশ। বেছে নিতে পারেন প্যাস্টেল পিঙ্ক, আইভরি, সেজ গ্রিন বা টিল ব্লু-র মতো অন্য রকম শেড। দেখবেন উৎসবের আমেজটাই পাল্টে যাচ্ছে কেমন। লাউড বলে চিহ্নিত রংগুলোর বদলে এবারের উৎসবে আপনার সাধের বাড়ি সেজে উঠবে নরম এক ছোঁয়ায়।
মনের রঙে রাঙাঃ আসলে উৎসবের রং ছুঁয়ে যায় মনকে। সেটাই আসল কথা। সব রংই একেক রকম ভাবে প্রভাব ফেলে মনের গহীনে। জানেন কোন রং কোন কথা বলে?
সোনালি বা লাল সম্পদ আর উদযাপনের রং।
সাদা আর গোলাপি এনে দেয় শান্তি আর সম্প্রীতি।
নীল-সবুজে ধরা থাকে স্থিরতা আর ভারসাম্য।
বেগুনি সৃষ্টিশীলতা আর ভক্তির মিলমিশ।
আলোর উৎসবে আলো আলো হয়ে উঠবে মন। সঙ্গে যদি থাকে মনের মতো রং, তবে নিশ্চিত আরও জাঁকিয়ে বসবে উদযাপনী আমেজ। তার দিকেই তো বছরভর তাকিয়ে থাকা, তাই না?
