আজকাল ওয়েবডেস্কঃ বাড়ির যত্রতত্র কিংবা চিরুনিতে নয়, চুল থাকুক মাথায়। আধুনিক জীবনে এটাই বড় চ্যালেঞ্জ। যা আরও বেড়ে যায় বর্ষাকালে। বৃষ্টিভেজা চুল মুঠো মুঠো ঝরতে শুরু করে। শুধু চুল পড়া নয়, বৃষ্টির মরশুমে চুলের কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। আট থেকে আশি, আজকাল এই সমস্যায় ভুক্তভোগী কম-বেশি সকলেই। আর তারই সঙ্গে বর্ষাকালে চুলের যত্নের বিষয়ে বেশ কিছু ধারণা প্রচলিত রয়েছে। যা আদৌ সঠিক কিনা জানেন না অনেকেই। তাই ভুল ধারণা থাকায় চুলের যত্নে খামতি থেকে যায়। 

•    বৃষ্টির জল চুলের জন্য ক্ষতিকর: বৃষ্টির জল বিশেষ করে দূষিত শহরে অ্যাসিড বৃষ্টি চুলের জন্য ক্ষতি করতে পারে, এমন ধারণা প্রচলিত রয়েছে৷ কিন্তু আসলে এই মরশুমে চুলের হাল খারাপ হওয়ার প্রকৃত কারণ অতিরিক্ত ঘাম, আর্দ্রতা ও সম্পূর্ণভাবে স্ক্যাল্প পরিচর্যার অভাব। 

 

আরও পড়ুনঃ বৃষ্টির দিনে কাপড় শুকাতে নাজেহাল? ৫ সহজ টিপস মানলে ঘরের মধ্যেই দিব্যি শুকিয়ে যাবে ভিজে জামা-জুতো

 

•    চুলে বেশি জল দিলে চুল পড়া বাড়ে: বর্ষাকালে ঘন ঘন চুল ধুলে চুল পড়া বাড়ে বলে মনে রেন অনেকে। কিন্তু আদপে তা ঠিক নয়। বরং এই সময়ে সপ্তাহে ২–৩ বার হালকা, অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উচিত। না হলে স্ক্যাল্পে ধুলোময়লা, ঘাম জমে যা ছত্রাক ও ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণ হতে পারে। 

•    রাতে তেল লাগালে স্ক্যাল্পে সংক্রমণ হয় না: চুলের স্বাস্থ্যের জন্য তেল মাখা জরুরি। সেই কোন কাল থেকে মা-ঠাকুমারা চুলে তেল মাখার পরামর্শ দিয়ে আসছেন। তাই যুগ যুগ ধরে চুলের ঘরোয়া রূপটানে তেলই সবার আগে জায়গা পেয়েছে। কিন্তু রাতে তেল মাখলেই যে স্ক্যাল্পে সংক্রমণ হবে না, এমন ধারণা ঠিক নয়। সারা চুলে তেল মেখে রাখলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তাই স্নানের ৩০–৬০ মিনিট আগে তেল মাখার পরামর্শ দেওয়া হয় এবং অবশ্যই তেল মাখার পর শ্যাম্প্য করা জরুরি।

•    বর্ষাকালে চুল পড়া অস্বাভাবিক: ঋতুর পরিবর্তনের সময় ৫০–১০০টি চুল পড়া স্বাভাবিক। তবে তা যদি এই সীমার বাইরে যায় বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন ।

•    খুশকিই স্ক্যাল্পের সব চুলকানির কারণঃ বর্ষায় স্ক্যাল্পে ফাঙ্গাল সংক্রমণ, সেবোরিহিক ডার্মাটাইটিস সহ আরও অনেক জটিল সমস্যা হতে পারে। খুশকিই একমাত্র কারণ নয়। তাই স্ক্যাল্পের কোনও সমস্যা হলেও সঠিক চিকিৎসা করা জরুরি ।

•    মাথায় কন্ডিশনার লাগালেই চুল পড়া বাড়েঃ অনেকে মনে করেন, কন্ডিশনার লাগালে চুল পড়ে যেতে পারে। কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। বারবার কন্ডিশনার ব্যবহার করলে মাথার চুল ভারী হয়ে যেতে পারে। কিন্তু চুল পড়ার সমস্যা বাড়বে না।

বর্ষায় কীভাবে যত্ন নেবেন 

•    যতই ব্যস্ততা থাকুক ভেজা চুল বাঁধলে চুলের বারোটা বাজাতে দেরি লাগবে না। তবে হেয়ার ড্রায়ার ছাড়াই চুল শুকনোর চেষ্টা করুন। 

•    শ্যাম্পুর পর সবসময় কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করুন। চুলের গোড়ায় কিংবা মাথার ত্বকে ভুলেও কন্ডিশনার ব্যবহার করবেন না। 

•    অনেকেরই স্নানের পর চুল আঁচড়ানোর অভ্যাস রয়েছে। কিন্তু ভিজে অবস্থায় চুলের গোড়া আলগা থাকে। ফলে চুল পড়ার সমস্যা বাড়ে। 

•     চুল আঁটসাঁট করে চুল বাঁধবেন না। চুলের গোড়া শক্ত করে বাঁধলে ফলিকল নষ্ট হয়। ফলে চুলের বৃদ্ধিতে সমস্যা দেখা দেয়, রক্ত চলাচলেও ব্যাঘাত ঘটে।