আজকাল ওয়েবডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পৃথিবীতে মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ ক্যানসার। প্রতি ৬ জনের মধ্যে ১ জন ক্যানসারের কারণে প্রাণ হারাচ্ছেন। ক্রমশ লাফিয়ে বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। যার মধ্যে ব্রেস্ট ক্যানসার অন্যতম। বিশেষজ্ঞদের মতে, কিছুটা সতর্কতা অবলম্বন করলে এই মারণ রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। স্তন ক্যানসারের ঝুঁকি এড়াতে রোজের জীবনে মেনে চলুন কয়েকটি সহজ অভ্যাস। 

১. লক্ষণ চিনুনঃ ব্যথাহীন ‘ব্রেস্ট লাম্প’অর্থাৎ স্তনে ফোলাভাব বা মাংসপিণ্ডর মতো দেখতে পেলে অবশ্যই সর্তক হন। এছাড়াও স্তনবৃন্ত দিয়ে রক্তক্ষরণ, হঠাৎ আকৃতি বদলে যাওয়া, স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়া ইত্যাদি স্তন ক্যানসারের লক্ষণ হতে পারে। যদিও ব্রেস্ট লাম্প মানেই কিন্তু ক্যানসার নয়, তবে তা চিকিৎসকের পরামর্শ নিয়ে যাচাই করে নেওয়া জরুরি। প্রতিদিন পোশাক পরার সময় কিংবা স্নানের সময়ে নিজেই নিজের স্তন পরীক্ষা করুন। 

২. ওজন নিয়ন্ত্রণে রাখুনঃ অতিরিক্ত ওজন স্তন ক্যানসারের অন্যতম কারণ হতে পারে। বাড়তি মেদ শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। যা স্তন ক্যানসারের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখুন। 

৩. সক্রিয় থাকুনঃ সারাদিন যতই ব্যস্ততা থাকুক, শরীরচর্চার অভ্যাস বজায় রাখুন। জিমে গিয়ে হোক বা যোগাসন কিংবা নাচ, যে কোনওভাবেই ঘাম ঝরান। কোনও কিছু করার সময় না পেলে অন্তত ৩০ মিনিট হাঁটুন। একইসঙ্গে সারাদিন সক্রিয় থাকুন। 

৪. অ্যালকোহল বাদ দিনঃ জানলে অবাক হবেন সামান্য অ্যালকোহলও ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই অ্যালকোহলের নেশা ত্যাগ করুন। একইসঙ্গে ক্যানসারকে রুখতে ধূমপান বর্জন করাও প্রয়োজন। 

৫. খাওয়ার দিকে নজর দিনঃ রোজের ছোট ছোট অভ্যাসই দীর্ঘ সময়ে বড় পরিবর্তন আনতে পারে। যার জন্য ডায়েটের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার যেমন শাকসবজি, ফল, দানাশস্য জাতীয় খাবার রাখুন। বাইরের তেলমশলাযুক্ত তৈলাক্ত খাবার, প্যাকেটজাত প্রসেসড খাবার খাবার এড়িয়ে চলুন।