আজকাল ওয়েবডেস্ক: ব্রেন টিউমার একটি মারণরোগ। অন্যান্য টিউমারের মতো এর স্টেজ হয় না। ব্রেন টিউমারকে চিহ্নিত করা হয় গ্রেড-এর মাধ্যমে। কিছু কিছু গ্রেডের টিউমারের লক্ষণ এতটাই তুচ্ছ মনে হতে পারে যে মানুষ সেগুলোকে গুরুত্ব দেয় না।

১. ব্যক্তিত্ব বা মেজাজের সূক্ষ্ম পরিবর্তন
হঠাৎ করে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ধৈর্য কমে যাওয়া, বা অকারণে বিষণ্ণতা অনুভব করা ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে। পরিবার বা বন্ধুরা এই পরিবর্তনগুলো লক্ষ্য করলেও রোগী সাধারণত বিষয়টি বুঝতেই পারেন না।

২. স্মৃতিশক্তি বা মনোযোগে সমস্যা
সম্প্রতি দেখা কোনও সিনেমার গল্প ভুলে গেলেন, এক সপ্তাহ আগে ঘটা ঝগড়া যেন ঘটেইনি! এমন ভাবেনসাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া, কোনও কাজে মনোযোগ দিতে অসুবিধা হওয়া, বা কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে না পাওয়া- এই ধরনের সমস্যা টিউমারের লক্ষণ হতে পারে।

৩. ভারসাম্যহীনতা
হাঁটার সময় সামান্য টলমল করা, হাতের সামনে থাকা জিনিস ধরতে অসুবিধা হওয়া অনেক সময় মানুষ ক্লান্তি বা অসাবধানতার লক্ষণ ভেবে এড়িয়ে যায়। কিন্তু এগুলিও ব্রেন টিউমারের কারণে হতে পারে।

৪. হাতের লেখা বা কথা বলার পরিবর্তন
কথা জড়িয়ে যাওয়া, অস্পষ্ট কথা বলা, বা হাতের লেখায় অস্বাভাবিক পরিবর্তন আসা। এগুলোকে অনেকেই স্ট্রেস বা সাময়িক সমস্যা বলে মনে করেন। অনেক সময় ব্রেন টিউমার হলে এমন ঘটে।

৫. ঘ্রাণ বা স্বাদের পরিবর্তন
হঠাৎ করে কোনও গন্ধ বা স্বাদ বুঝতে না পারা, অথবা পরিচিত কোনও কিছুর গন্ধ বা স্বাদ অদ্ভুত লাগা ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ। কিন্তু অনেকেই এই লক্ষণগুলিকে সাধারণ ফ্লু বা সাইনাস সমস্যার সঙ্গে গুলিয়ে ফেলেন।