২০২৬ সাল সূর্যের বছর। কেন? ২+০+২+৬ করলে ১০ হয়, এবং এই ১০ -কে পুনরায় ভেঙে যোগ করলে তা ১ -এ দাঁড়ায়। আর ১ অর্থাৎ সূর্য। সকলেই জানেন সূর্য এবং শনির বিন্দুমাত্র পটে না, দু'জন একেবারেই দু'জনের বিপরীতে অবস্থান করে। ফলে কি ভাবছেন সূর্যের বছরটা ৮ জন্মসংখ্যার মানুষদের একদমই ভাল যাবে না? না তেমনটা নয়। তাহলে?
৮ জন্মসংখ্যা অর্থাৎ, কোনও মাসের ৮, ১৭ এবং ২৬ তারিখে যাঁদের জন্ম তাঁদের সঙ্গে ১ জন্মসংখ্যা বা ১ সংখ্যাটি বিশেষ যায় না। কিন্তু যাই হোক, শত হলেও সূর্যের সন্তান শনি। তাই ২০২৬ যে ৮ জন্মসংখ্যার মানুষদের খারাপ যেতে চলেছে এমনটা একেবারেই নয়। ২০২৬ সাল এই ৮ জন্মসংখ্যার মানুষদের ভরপুর চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। কিন্তু সেগুলোকে ভয় না পেয়ে, সদ্ব্যবহার করে কাজে লাগালে উন্নতি বাধা! ফলে আগামী বছর উক্ত জন্মসংখ্যার মানুষদের যেমন কঠোর পরিশ্রম করতে হবে, তেমনই নিয়মানুবর্তিতা এবং ধৈর্য দেখাতে হবে। তাহলেই সেটার সুফল পাবেন ২০২৬ সালে।
এক জায়গায় আটকে থাকলে একেবারেই চলবে না। বরং নজর এবং মনোযোগ, দুই দিতে হবে নিজের বদলের দিকে। কী করে নিজের স্কিল বাড়ানো যায়, উন্নতি করা যায় সেটার চেষ্টা করতে হবে কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে।
নিজেকে ফিট রাখতে একটা নির্দিষ্ট রুটিন মেনে চলুন। যে কোনও একটা স্পোর্টস বেছে নিন পছন্দ মতো এবং সেটা খেলা শুরু করুন। এই দু'টোরই ভাল প্রভাব আপনার কর্মজীবনে পড়বে। একেবারেই অলস হয়ে, যেমন যা চলছে চলুক মনোভাব রাখলে চলবে না।
কর্মজীবনে উন্নতি দেখবেন। ব্যবসায়ীরাও লাভবান হবেন। কিন্তু, সৎ থাকবেন। নীতি মেনে চলবেন, তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন।
সম্পর্কে থেকে থাকলে দু'জনে কাজ ভাগ করে নিন। সঙ্গীর মন বোঝার চেষ্টা করুন। মানিয়ে গুছিয়ে চলুন। একগুঁয়ে হয়ে থাকবেন না। সেটা আখেরে আপনার সম্পর্কের উপরেই প্রভাব ফেলবে। সঙ্গীকে সময় দিন, সময় দিন পরিবারকেও। চেষ্টা করুন বুধবার এবং শুক্রবার পরিবারের সঙ্গে বাইরে কোথাও যাওয়ার, সময় কাটানোর।
আগামী বছর চেষ্টা করুন নীল রঙের জলের বোতল থেকেই জল পান করতে। আর জল পান করার সময় আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন। মনে মনে তাঁদের আশীর্বাদ চান। তাতেই আপনার উন্নতি হবে।
