আজকাল ওয়েবডেস্ক: তারকারা যাই পরুন না কেন সেটা ফ্যাশন বলেই গণ্য হয়, তা সে যতই অদ্ভুত হোক না কেন। এবারের অস্কারের মঞ্চেও সেই ট্রেন্ড অব্যাহত। এমনিতেই অস্কারের মঞ্চে সবার চেয়ে আলাদা সাজার বাসনায় বিভিন্ন অদ্ভুত পোশাক পরা বা না পরা নতুন কিছু নয়। তবে এবার এমন একটি চল দেখা গেল যা দেখে হাসবেন না প্রশংসা করবেন বুঝে উঠতে পারছেন না নেটিজেনদের একাংশ।

কী সেই ট্রেন্ড? এবারের রেড কার্পেটে যে পরিধান সবচেয়ে নজর কাড়ল সেটি হল উল্টো করে পরা গলার হার ও লকেট। সাধারণত দেহের সামনের দিকেই দামি পাথর বসানো গলার হার পরেন নায়ক-নায়িকারা। কিন্তু এবার ঠিক উল্টো রাস্তায় হাঁটলেন সাবরিনা কারপেন্টার, আন্যা টেলর জয়ের মতো তারকারা। দেহের সামনে নয় পিছনের দিকে লকেট ঝুলিয়ে হার পরলেন তাঁরা।

তবে বিষয়টি একেবারে প্রথম একথা বলার সুযোগ নেই। ২০০০ সালে অভিনেত্রী কেট ব্ল্যাঙ্কেট সোনার নেকলেস পরেছিলেন উল্টো করে। ফ্যাশন দুনিয়া নিয়ে যাঁরা আগ্রহী তাঁদের একাংশ জানাচ্ছেন, ফ্যাশন সব সময় ট্রেন্ড মেনে চলে না। ট্রেন্ড ভাঙাও এক ধরনের ফ্যাশন স্টেটমেন্ট। নায়িকারা হয়তো সেই চেষ্টাই করেছেন। সাদা বেয়ার ব্যাক পোশাকের সঙ্গে রুপোলি চেনে হিরের কাজ করা গয়না দেখে মন মজেছে অনেকেরই।