আজকাল ওয়েবডেস্ক: সাজসজ্জা এখন আর কেবল পোশাক কিংবা জুতোতে আটকে নেই। নখের আগা থেকে চুলের ডগা, সর্বত্রই নানা রকমের শিল্পের ছোঁয়া দেখা যাচ্ছে আজকাল। তেমনই একধরনের সাজ নেল আর্ট। সহজ ভাষায় বললে এটি হল নখের উপর বিভিন্ন ডিজাইন, ছবি বা সজ্জা তৈরি করার একটি সৃজনশীল উপায়। এটি এখন নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ফ্যাশন ট্রেন্ড।

সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে এমন এক নেল আর্টের ভিডিও যেখানে দেখা যাচ্ছে কাঁকড়াবিছে দিয়ে কৃত্রিম নখ তৈরি করে পরছেন এক শিল্পী। প্রসঙ্গত, নেল আর্ট তৈরি করার জন্য বিভিন্ন কৌশল রয়েছে, যেমন নেইলপলিশ, স্টিকার, গ্লিটার, পাথর এবং অন্যান্য সজ্জা ব্যবহার করা। কিন্তু পোকা মাকড় দিয়ে এমন ভাবে নখ সাজিয়ে তোলার কৌশল আগে কখনও দেখা গিয়েছে বলে মনে করতে পারছেন না নেটিজেনরা।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by @daiane_nails123 instrutora master (@daiane_nails123)