আজকাল ওয়েব ডেস্ক: আলোর উৎসব দীপাবলি। নানা ধরণের প্রদীপ, সাধারণ মোমবাতি, সেন্টেড মোম, বিভিন্ন রকম বাজি, রং বেরঙের টুনি লাইট, আলোয় হইহুল্লোড় ও জমজমাট এই উৎসব। এখন আর শুধু বাড়িতে উদযাপন নয়, বরং দীপাবলি পার্টি অবাঙালিদের সঙ্গে সব ধরণের মানুষই বেশ ঘটা করে পালন করে।বন্ধুবান্ধব, অফিস কলিগ বা আত্মীয়স্বজন মিলে গেট টুগেদারে দারুন আনন্দ হয়।রইল সেই পার্টি ব্যবস্থা করার কিছু টিপস। যাতে আপনিও আনন্দ সমানভাবে করবেন এবং সময়ও বাঁচবে।

দীপাবলি বা কালীপুজোর সবথেকে বড় আকর্ষণ মোমবাতি। তাই বাজার ছেয়ে গিয়েছে হরেক রকমের মোমবাতিতে। গোল বাটির মতো থেকে লম্বা, সরু থেকে মোটা, বেঁটে থেকে লম্বা, সাদা থেকে রঙিন তার নানা রকম রং আর গড়ন। যেই ঘরে পার্টির ব্যবস্থা করবেন সেখানে টিউব লাইট বা অন্য আলো নিভিয়ে শুধুমাত্র বিভিন্ন মোমের আলোয় আলোকিত করতে পারেন। পার্টির মুডই বদলে যাবে।

দীপাবলির গৃহসজ্জার অন্যতম উপকরণ ফুল। ফুলদানিতে রাখা হোক বা ঝোলানো হোক দেওয়ালে। ভাসমান পাত্রে নানা রং আর সুবাসের একরাশ তাজা ফুলের সঙ্গে সুবাসিত মোমও রাখতে পারেন। অতিথিদের মনে আলাদাই ভাল লাগা তৈরি হবে।

অতিথি তালিকা তৈরি করুন খুব সংক্ষেপে। খুব কাছের আত্মীয়, বন্ধু বা প্রিয় অফিস কলিগদের লিস্টে রাখুন।যারা আপনার সুবিধার জন্য কেনাকাটা করতে এবং প্রয়োজনীয় দৌড়াদৌড়ি করে সবটা গুছিয়ে দিতে এক কথায় এগিয়ে আসবে।

পার্টি মানেই আড্ডার সঙ্গে থাকবে খাওয়াদাওয়াও। অতিথিদের কেমন খাওয়ার পছন্দ তা আগে জেনে নিন। তবে খুব বেশি রান্না বা পদে যাবেন না। সহজে অথচ বেশ মুখোরোচক হবে এরকম মেনুই রাখুন। পার্টি মানেই থাকবে পছন্দের পানীয়। তাই চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই-এর সঙ্গে রাখুন ফিশ ফিঙ্গার, চিকেন টিক্কা, ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন, চিকেন রোস্ট, পনির টিক্কা, এই রকম খাবার। ভাত বা রুটি অর্থাৎ মেনকোর্স না রাখাই ভালো। ডেজার্ট আইটেম রাখতে পারেন। কেক, পেস্ট্রি বা পছন্দের কোনও ডেজার্ট বানিয়ে নিন। অতিরিক্ত দামের ড্রিংকস কিন্তু হাউস পার্টিতে না রাখাই ভালো।

লাউড মিউজিক অনেকের পছন্দ নয়। তাই যখন হাউস পার্টি করছেন মাথায় রাখুন আরামদায়ক পরিবেশের কথা। এমন কোনও গান বাজাবেন না, যাতে অন্যজন বিরক্ত হয়। সবার পছন্দের গান প্লে লিস্টে রাখার চেষ্টা করুন। কেউ যদি অন্য গান চালাতে চান সেক্ষেত্রেও বাধা দেবেন না। রিলাক্সিং মিউজিক রাখার চেষ্টা করবেন। এছাড়াও একটু নাচানাচির ইচ্ছেও হতে পারে। সব মিলিয়ে একটা লিস্ট রাখুন।

পুরনো বোতলে মানি প্ল্যান্ট বা ইন্ডোর প্ল্যান্ট সাজিয়ে রাখুন। টুনি লাইটগুলো দেওয়ালে সাজিয়ে নিন। প্রদীপ দিয়ে সাজানো থাকুক আপনার ঠাকুরের সিংহাসন।এছাড়াও আগে থেকে নিজের মতো করে ওয়াইন গ্লাসে রং করতে পারেন। ভালো ফুল এনে ফ্লাওয়ার ভাসে রাখুন। ডাইনিং টেবিলে প্লেট, গ্লাস, চামচ, টিস্যুপেপার সব গুছিয়ে রাখুন। এছাড়াও সবার জন্য স্যানিটাইজার রাখবেন। বাইরে থেকে এসে সকলেই আগে বাথরুমে যান পা ধুতে। সেক্ষেত্রে অবশ্যই বাথরুম পরিষ্কার করে রাখবেন। রুম ফ্রেশনার স্প্রে করুন।