আজকাল ওয়েবডেস্ক: বিয়ে মানেই শুধু শপথ আর আচার নয়, বরং তার আগে থেকেই জমে ওঠে উৎসবের আবহ। আর সেই আবহকে স্মৃতির পাতায় ধরে রাখার সবচেয়ে জনপ্রিয় উপায় হয়ে উঠেছে প্রি-ওয়েডিং ফটোশুট। তবে এখন আর শুধু সাজগোজ করে ক্যামেরার সামনে দাঁড়ানো নয়, বরং যুগলরা চাইছেন তাঁদের ব্যক্তিগত প্রেমকাহিনিকে ছবির মাধ্যমে গল্প আকারে ফুটিয়ে তুলতে। আর এই কাজকে সহজ করে দিচ্ছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুলস, যেমন গুগল জেমিনি।

কীভাবে বদলাচ্ছে প্রি-ওয়েডিং ফটোশুটের ধারা?

আগে প্রি-ওয়েডিং শুট মানেই সাজানো পোশাক, কিছু নির্দিষ্ট ভঙ্গি আর স্টুডিও বা রোম্যান্টিক লোকেশন। কিন্তু এখন যুগলরা চাইছেন এমন ছবি, যা তাঁদের ব্যক্তিত্ব, সম্পর্ক আর সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে। ফলে তাঁরা এআই-এর সাহায্যে আগেভাগেই খসড়া তৈরি করছেন—কোথায় শুট হবে, পোশাক কেমন হবে, আলো-ছায়ার ব্যবহার কীভাবে হবে, এমনকি আবহ বা মুডও নির্দিষ্ট করে দিচ্ছেন।

প্রম্পট বা নির্দেশনার গুরুত্ব

বিশেষজ্ঞদের মতে, এআই-ভিত্তিক ফটোশুট আইডিয়া তৈরিতে প্রম্পটই সবচেয়ে জরুরি। এক লাইনে “প্রি-ওয়েডিং ফটোশুট চাই” বললে সাধারণ ও নিরস পরামর্শই মেলে। কিন্তু যদি বিস্তারিত বলা যায়— প্রেক্ষাপট, লোকেশন, দম্পতির স্টাইল, ঋতু, সময় ও স্থান, আবেগ, আনন্দ, ঘনিষ্ঠতা, অ্যাডভেঞ্চার, ভঙ্গি, হাঁটাহাঁটি, হাসিঠাট্টা, হাত ধরা বা নৌকায় বসা, পোশাক ও রঙের সামঞ্জস্য, প্রপস বা উপকরণ, আলোকসজ্জা ও স্টাইল, সাংস্কৃতিক ছোঁয়া ইত্যাদি। এসব খুঁটিনাটি যোগ করলে এআই এমন অভিনব শুট আইডিয়া দেয়, যা সাধারণ ছবির বাইরে গিয়ে হয়ে ওঠে গল্পনির্ভর।

উদাহরণস্বরূপ ১০টি জনপ্রিয় প্রম্পট

সম্প্রতি গুগল জেমিনির মাধ্যমে তৈরি করা কিছু প্রি-ওয়েডিং শুটের প্রম্পট যুগলদের মধ্যে জনপ্রিয় হয়েছে—
১. রাজস্থানের দুর্গে রাজকীয় ভঙ্গিতে লাল লেহেঙ্গা-শেরওয়ানিতে যুগল, সূর্যাস্তের আলোয় ঝলমলে মারিগোল্ড পাপড়ি ছড়ানো উঠোন।
২. কুয়াশা-ঢাকা চা বাগানের পথ ধরে হাত ধরে হাঁটা, প্যাস্টেল পোশাকে যুগল।
৩. মুম্বইয়ের স্ট্রিট আর্ট-ঘেরা দেয়ালে ফিউশন পোশাকে রঙিন, উচ্ছ্বল মুহূর্ত।
৪. হোলির আবহে রঙ খেলা, হাসি-আনন্দে ভরপুর ঐতিহ্যবাহী পোশাকে দম্পতি।
৫. উদয়পুরের লেকের মাঝে কাঠের নৌকায় বসে সোনালি আলোয় ঘনিষ্ঠ মুহূর্ত।
৬. ইউরোপের প্রাচীন গির্জায় সাদা গাউন আর কালো টাক্সেডোতে যুগল, রঙিন স্টেইন গ্লাসে ছড়িয়ে পড়া আলোয় ক্লাসিক ফ্রেম।
৭. সমুদ্রতটে খালি পায়ে হাঁটা, ঢেউ আর সূর্যাস্তের আবহে নিরিবিলি রোম্যান্স।
৮. আঙুর ফলের বাগানে ক্লাসিক পোশাকে যুগল, সবুজ গালিচার পটভূমিতে ভালোবাসার ছবি।
৯. মোমবাতি-আলোয় ভরা কাঠের কটেজে ঘনিষ্ঠ, আরামদায়ক আলাপচারিতা।
১০. হ্রদের ধারে ছোট চ্যাপেলের পাশে সকালের কুয়াশায় মোড়া রূপকথার মতো শট।


আরও পড়ুন: গোপনে শরীরে বাড়ছে ইউরিক অ্যাসিডের মাত্রা! ত্বকের ৫ লক্ষণ দিতে পারে মারাত্মক সতর্কবার্তা

বিয়ের আলোকচিত্রীদের মতে, এআই-প্রম্পট কেবল দম্পতির ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে না, ফটোগ্রাফারদেরও সৃজনশীল দিক থেকে অনুপ্রাণিত করে। ফলে সাধারণ স্টিল ছবি বদলে যায় সিনেমাটিক ভিজ্যুয়ালে, যেখানে থাকে হাসি, আবেগ, ঘনিষ্ঠতা আর বাস্তব মুহূর্তের সৌন্দর্য। আজকের প্রি-ওয়েডিং ফটোশুট তাই শুধুই ছবি নয়, বরং একটি জীবন্ত গল্প। এআই প্রম্পটের মাধ্যমে যুগলরা নিজেদের সম্পর্ককে নতুন মাত্রায় উপস্থাপন করতে পারছেন—যা একদিকে আধুনিক, আবার অন্যদিকে ব্যক্তিগতও। ফলে এই ট্রেন্ড ক্রমশ বিয়ের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে।