আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার ৪২ দিনের মাথায় কর্মবিরতি তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। এদিন রাতে সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তররা জানান, শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিচ্ছেন তাঁরা। শনিবার থেকে তাঁরা কাজে যোগ দেবেন। তবে এখনই পুরোপুরি ভাবে তাঁরা কাজে যোগ দিচ্ছেন না। আংশিক কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন, ওপিডি বিভাগে কর্মবিরতি চলবে। শুধুমাত্র, এমার্জেন্সি বিভাগে কাজে যোগ দেবেন তাঁরা।
পাশাপাশি, তাঁদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণের জন্য তাঁরা এক সপ্তাহ সময় দিয়েছেন প্রশাসনকে। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে ফের পূর্ণ কর্মবিরতিতে যেতে পারেন তাঁরা। শুক্রবার জেনারেল বডির মিটিংয়ের পর জুনিয়র ডাক্তাররা জানান, শুক্রবার থেকেই উঠছে কর্মবিরতি। এই আন্দোলনকে এক জায়গায় আটকে রাখতে চান না তাঁরা। শনিবার থেকে কাজে যোগ দিয়ে তাঁরা প্রমাণ করে দিতে চান যে ডিউটিতে ফেরার সদিচ্ছা রয়েছে তাঁদের। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর গলায় শোনা গেল রাজ্যের বন্যা পরিস্থিতির কথা।
তিনি বলেন, 'আমরা দেখেছি রাজ্যের বেশ কিছু জায়গায় বন্যার প্রভাব পড়েছে। চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব সেই সমস্ত জায়গায় মানুষকে সাহায্য করা। আমাদের প্রতিনিধিরা শুক্রবারেই বন্যা কবলিত এলাকায় গিয়ে অভয়া ক্লিনিক খুলবেন। জরুরি পরিষেবা দেওয়া হবে। আমাদের অবস্থানের সময় যা খাবার বেঁচেছে তা ত্রাণ হিসেবে আমরা নিয়ে যাব।' আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে।
তাঁরা যে এখনও ঘটনার বিচারের দাবিতে লড়ছেন তা দেখিয়ে দিতে শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা। জানানো হয়েছে, শুক্রবার বিকেল তিনটে নাগাদ এই মিছিল বেরোবে। ডাক্তারদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই মিছিলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
