আজকাল ওয়েবডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের সময় আদালত অবমাননার মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টে হাজিরা দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিন সকাল দশটা নাগাদ তিনি আদালতে হাজিরা দেন। আদালতের তরফে রাজীব সিনহাকে নির্দেশ দেওয়া হয় ১৫ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয়।
রাজ্য নির্বাচন কমিশন সেই নির্দেশ মানেনি এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধীরা। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ আদালত অবমাননার রুল জারি করে। এদিন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জানান, জবাব দেওয়ার জন্য তাঁকে সপ্তাহ দুয়েক সময় দেওয়া হোক। সেই আর্জি মেনে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
রাজ্য নির্বাচন কমিশন সেই নির্দেশ মানেনি এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধীরা। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ আদালত অবমাননার রুল জারি করে। এদিন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জানান, জবাব দেওয়ার জন্য তাঁকে সপ্তাহ দুয়েক সময় দেওয়া হোক। সেই আর্জি মেনে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
