আজকাল ওয়েবডেস্ক: আগামিকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবান্ন সভাঘরে রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের এমএসভিপি, সিএমওএইচ, অধ্যক্ষ, উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। একই সঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছিল সব জেলাশাসক, পুলিশ সুপারদেরও।

 

আরও পড়ুন: ভোরের ইমেলের উত্তর, নবান্ন যেতে আন্দোলনকারী চিকিৎসকদের কাছে দ্বিতীয় আহ্বান

তবে রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচারে আপাতত স্থগিত ওই বৈঠক। বুধবার, ১১ সেপ্টেম্বর স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিচারে, আগামিকাল ওই বৈঠক বসছে না।

 

জানানো হয়েছে, মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের বর্তমান পরিস্থিতি বিচারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী এই বৈঠক কবে বসবে? দিন নির্দিষ্ট করে জানানো না হলেও, স্বাস্থ্য দপ্তরের ওই চিঠিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহের বসবে ওই বৈঠক। নির্দিষ্ট দিন জানিয়ে দেওয়া হবে।