আজকাল ওয়েবডেস্ক: ধুন্ধুমার পরিস্থিতি কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে। বৃহস্পতিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কলেজ কাউন্সিলের একটি বৈঠক চলাকালীন আচমকাই কয়েকজন ছাত্র জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে গোলমাল বেঁধে যায়। ভেঙে দেওয়া হয় দরজার কাঁচ।
জানা গিয়েছে, কলেজে 'থ্রেট কালচার' রুখতে বেশ কয়েকজন পোষ্ট গ্র্যাজুয়েট ট্রেনি শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। এদিন আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কলেজের অধ্যক্ষ-সহ কলেজ কাউন্সিলের যখন বৈঠক চলছিল তখন আচমকাই কয়েকজন ইন্টার্ন জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। অভিযোগ, তাদের সঙ্গে কিছু বহিরাগত লোকজনও ছিল।
ঘটনায় গোলমাল এমন স্তরে পৌঁছয় যে মিটিং রুমে এক চূড়ান্ত অরাজকতা সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির জেরে এক পড়ুয়ার চোখে আঘাত লাগে। কাঁচে হাত কাটে এক পড়ুয়ার।
