আজকাল ওয়েবডেস্ক :  খাস কলকাতায় ফের প্রোমোটাররাজের অভিযোগ। কসবায় প্রোমোটার রাজের অভিযোগ। স্যুইনহো লেনে এক যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ খোদ প্রোমোটার ও তার সঙ্গীদের বিরুদ্ধে।

 

অভিযোগ বিকেল ৪টে নাগাদ একটি নবনির্মিত বিল্ডিং-এর ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল সুদীপ ও  তার বন্ধুরা। সেই সময় প্রোমোটার খবর পেয়ে নীচের গেটে তালা মেরে দেয়।  বাড়তে থাকে অশান্তি। পরিস্থিতি সামলাতে প্রোমোটার মুন্না  তার দল পাঠায়।

 

দুপক্ষের বচসা-হাতাহাতি । এরপর সুদীপকে ধাক্কা মারে বুলেট নামে এক ব্যক্তি। এমনটাই অভিযোগ।  বুলেট এই প্রোমোটার-এর গ্যাং মেম্বার বলেই খবর। সুদীপকে ভর্তি করান হয়েছে স্থানীয় হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় সুদীপ। শুরু হয়েছে তদন্ত।