আজকাল ওয়েবডেস্ক: বেলেঘাটার বহুতলে রক্তারক্তি কাণ্ড। বহুতলের আট তলা থেকে পড়ে মৃত্যু হল ৭০ বছর বয়সী এক বৃদ্ধের। দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত বেলেঘাটার সেলস ট্যাক্স বিল্ডিংয়ের কর্মীরা।
মঙ্গলবার সকাল ৯.৪৫ নাগাদ ঘটনাটি ঘটে। বেলেঘাটার সেলস ট্যাক্স বিল্ডিংয়ে তখন সবে আসতে শুরু করেছেন কর্মীরা। আচমকাই প্রচণ্ড জোরে শব্দ পান নিরাপত্তারক্ষীরা। ছুটে গিয়ে তাঁরা দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় এন্টালি থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পাঠায় হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৭০।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি সকালে আইনজীবী পরিচয় দিয়ে ঢুকেছিলেন বেলেঘাটার সেলস ট্যাক্স বিল্ডিংয়ে। জানিয়েছিলেন, সেখানে তাঁর কাজ আছে। তিনি কি ৮ তলা থেকে পড়ে গেলেন? নাকি আত্মহত্যা করলেন? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তিনি আদৌ আইনজীবী কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তদন্তকারীরা। এলাকায় রয়েছে পুলিশ প্রহরা।
