আজকাল ওয়েবডেস্ক: কর্মচারীদের বিদেশ ভ্রমণের বিষয়ে কঠোর নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। রবিবার একজন শীর্ষস্তরের আমলা জানিয়েছেন, এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকায়, স্পষ্ট করে বলা হয়েছে যে- সরকারের অনুমতি ছাড়া কোনও মতেই রাজ্য সরকারি কর্মচারীরা বিদেশে যেতে পারবেন না। এই নিয়মের আওতায় পড়ছে ব্যক্তিগত বিদেশ ভ্রমণ, এলটিসি (লিভ ট্র্যাভেল কনসেশন) বা সরকারি কাজের জন্য বিদেশ ভ্রমণ। এতে আরও বলা হয়েছে যে, বেনিয়ম প্রশাসনিক নিয়ম লঙ্ঘনের শামিল বলে গণ্য হবে।

রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের জারি করা বিজ্ঞপ্ততিতে উল্লেখ রয়েছে যে, "সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন দফতরের কিছু সরকারি কর্মী বিদেশ সফরের জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়ার আগেই ভ্রমণ সংক্রান্ত বুকিং, টিকিট বা হোটেল সংরক্ষণের মতো পদক্ষেপ করছেন। এই ধরনের কাজ প্রশাসনিক নিয়ম লঙ্ঘন করার শামিল। সংশ্লিষ্ট সকলকে এই ধরণের ভ্রমণের জন্য পূর্ব অনুমতি সংক্রান্ত নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে পদ্ধতিগত এবং প্রশাসনিক সম্মতি নিশ্চিত করা যায়।"   

আরও পড়ুন-  আশিতে মিলবে ৫০ লক্ষ, ব্যাপারটা কী জানতে ভিড় জমালেন সকলেই

সরকার আরও বলেছে, "প্রশাসনিক শৃঙ্খলা ও প্রক্রিয়াগত রীতিনীতি বজায় রাখার স্বার্থে সমস্ত বিভাগীয় প্রধান (এইচওডি)-দের নিশ্চিত করতে হবে যে, সাধারণ পরিস্থিতিতে কোনও কর্মীর ছুটির মেয়াদ শুরুর অন্তত চার সপ্তাহ আগে সফরের অনুমতির আবেদন এই দফতরে পাঠাতে হবে।"  অর্থাৎ, শেষ মুহূর্তে প্রস্তাব পাঠিয়ে অনুমোদন চাওয়া চলবে না।

সরকারি সূত্রে খবর, বিদেশ ভ্রমণ সম্পর্কিত অনুমতি প্রক্রিয়ায় শৃঙ্খলা আনার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে।