আজকাল ওয়েবডেস্ক: ঢেলে সাজছে আলিপুর চিড়িয়াখানা। তৈরি হল কাচের টানেল। মানুষ থাকবে তার ভেতরে। আর বাইরে কিচিরমিচির করবে একঝাঁক পাখি। সোমবার সেই টানেলের উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। 

 

 

 

এই টানেলে প্রবেশ করলে দিতে হবে না অতিরিক্ত টাকা। শীতের মরশুমে চিড়িয়াখানায় ভিড় জমে মানুষের। আট থেকে আশি মেলা বসে সকলের। তাই এবার এই নতুন আকর্ষণ, যার পোষাকি নাম বার্ডস উইংস ওয়াক ইন ওয়ে। চিড়িয়াখানার ১৫০ বছরের ইতিহাসে এই প্রথম। এদিন ফিতে কেটে টানেলের উদ্বোধন করেন মন্ত্রী। নিজে ঘুরে দেখেন সবটা। সঙ্গে ছিলেন চিড়িয়াখানার ডিরেক্টর সহ অন্যান্যরা।

 

 

 

চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত আজকাল ডট ইনকে জানিয়েছেন, এই কাচের টানেলের দৈর্ঘ্য ৬০ মিটার লম্বা আর উচ্চতায় চার মিটার। দেশ-বিদেশের ১৪টি প্রজাতির ১৫০টি পাখি থাকবে এখানে। দর্শকেরা খুব কাছ থেকে তুলতে পারবেন পাখিদের সঙ্গে সেলফিও।  

 

 

 

চিড়িয়াখানায় এ যেন এক অন্য জগৎ। মানুষ হবে বন্দি আর বাইরে কোথাও জলে চড়বে হাঁস, আবার কোথাও এক ডাল থেকে অন্য ডালে উড়ে বসবে রকমফের পাখি। ঠিক যেন উলটপুরাণ। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পাখিদের জন্য হলেও, এখনই বাঘ-সিংহ বা অন্য বন্যপ্রাণীদের ক্ষেত্রে এরকম কাচের টানেল তৈরি করার চিন্তাভাবনা এখনই নেই।