আজকাল ওয়েবডেস্ক: ২৭ আগস্ট, বিজেপি শাসিত হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করেছিল গো রক্ষাকরা। বুধবার জানা গেল, বাংলার সরকার হরিয়ানায় নিহত শ্রমিক সাবির মল্লিকের স্ত্রীকে চাকরি দিয়েছে। বুধবার নিহত শ্রমিকের স্ত্রী শাকিলা সর্দার মল্লিক নবান্ন-তে যান রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁকে বাসন্তী ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চাকরি দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।
গত ২৭ আগষ্ট তিনি গো মাংস ভক্ষণ করেছেন এই সন্দেহে সাবিরকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমে হরিয়ানার পুলিশ আট জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। যদিও মৃত সাবিরের পরিবারের দাবি, সাবির কখনই গো মাংস ভক্ষণ করেননি বা তাঁর পরিবারের কেউ গরুর মাংস ভক্ষণ করেন না।
শুক্রবার সকালে সাগিরের কফিনবন্দি দেহ বাসন্তিতে তাঁর বাড়িতে পৌঁছয়। এদিন বিকেলে তাঁকে কবরে সমাহিত করা হয়। ঘটনার পরেই পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ মৃত সাগিরের ভাই বাবুর আলি মল্লিকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেয়।
