আজকাল ওয়েবডেস্ক: মহালয়ার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে জেসিবি মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। জেসিবি মেশিনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত কিশোরের নাম, সৌম্য শীল। গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণির পড়ুয়া ছিল সে। তার বাবা পেশায় রিক্সা চালক। মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে স্থানীয়দের বিক্ষোভে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁশদ্রোণীতে।
বুধবার ভোরে টিউশন পড়তে যাচ্ছিল নবম শ্রেণির ওই ছাত্র। সাইকেল চালিয়ে পড়তে যাচ্ছিল সে। তার ঠিক পিছনেই ছিল একটি জেসিবি মেশিন। দীনেশ নগর অটো স্ট্যান্ডের সামনে জেসিবিকে পথ ছেড়ে দিয়ে রাস্তার এক পাশে গাছের গোড়ায় সাইকেল নিয়ে দাঁড়ায় সে। তখনই হঠাৎ জেসিবি স্কুল পড়ুয়াকে পিছন থেকে ধাক্কা মারে।
জেসিবির ধাক্কায় রাস্তার একাধারে লুটিয়ে পড়ে স্কুল ছাত্রটি। তখনই তড়িঘড়ি করে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পড়ুয়াকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতসকালে পথ দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যুতে তোলপাড় বাঁশদ্রোণী। রাস্তার বেহাল দশার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। ঘটনাস্থলে হাজির বিশাল পুলিশ বাহিনী। তাদের সামনেই পথ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন সকলে।
