আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাত থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে অবস্থানে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের তরফে লালবাজারে একটি ইমেল করা হয় এই কর্মসূচির অনুমতি চেয়ে। শনিবার লালবাজারের তরফে পাল্টা ইমেল করা হল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে। ধর্মতলায় অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না বলে মেল করা হয়েছে জুনিয়র ডাক্তারদের। পুলিশের তরফে জানানো হয়েছে, এই সময়ে ধর্মতলায় প্রচুর মানুষ ভিড় করছেন।

 

 

পুজোর আগে কেনাকাটার ভিড় রয়েছে ধর্মতলায়। তার মধ্যে অবস্থান কর্মসূচি চললে সমস্যায় পড়বে আমজনতা। এমনকি সমস্যা হতে পারে যান চলাচলেও। সেই কারণেই বর্তমানে চিকিৎসকদের এই কর্মসূচিতে অনুমতি দিতে পারছে না কলকাতা পুলিশ। উল্লেখ্য, শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ছিল জুনিয়র ডাক্তারদের। মিছিলের শেষে ধর্মতলায় অবস্থান করার কথা ছিল চিকিৎসকদের। অভিযোগ ওঠে, সেই কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক সম্মেলন করে জানান, তাঁরা পূর্ণ কর্মবিরতিতে ফিরছেন। 

 

 

কিন্তু তার পাশাপাশি ধর্মতলায় অনির্দিষ্ট কালের জন্য অবস্থান চলবে তাঁদের। সরকারকে ১০ দফা দাবিও জানিয়েছেন তাঁরা। সেই দাবি ২৪ ঘণ্টার মধ্যে না মিটলে আমরণ অনশনের পথেও হাঁটতে পারেন তাঁরা। এর মধ্যেই লালবাজারের তরফে কর্মসূচির অনুমতি না দিয়ে মেল করা হল জুনিয়র চিকিৎসকদের। সেখানে লেখা হয়, ‘ধর্মতলায় অনির্দিষ্টকালের জন্য অবস্থানের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। তবে যানজটের বিষয়টি মাথায় রেখে বর্তমানে সেই আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না। এই কর্মসূচির জন্য রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হতে পারে’।