আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে আবারও বড় ঘোষণা মেট্রো রেল কর্তৃপক্ষের। লক্ষ্মীপুজোর দিনেও যাত্রীদের সুবিধার্থে চলবে বাড়তি মেট্রো। দুর্গাপুজোর দিনগুলোতেও বাড়তি মেট্রো পরিষেবার সুবিধা দেওয়া হয়েছিল। যা খানিকটা স্বস্তি দিয়েছিল সাধারণ মানুষকে। আজ, ১৬ অক্টোবর, বুধবারেও বিভিন্ন রুটে পাওয়া যাবে বাড়তি মেট্রো পরিষেবা।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ, বুধবার সকাল ৭টা থেকে গ্রিন লাইন - ২ তে অর্থাৎ হাওড়া-এসপ্ল্যানেড রুটে সার্ভিস শুরু হয়েছে। এই রুটে শেষ মেট্রো পাওয়া যাবে এসপ্ল্যানেড থেকে রাত ৯ টা ৪৪ এ এবং হাওড়া থেকে এসপ্ল্যানেডে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৫৪ মিনিটে। এই লাইনে মোট ১১৮ টি মেট্রো চলাচল করবে আজ।
বুধবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৬ টা ৫০ মিনিটে এবং দমদম থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো ছেড়েছে ৬ টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো রাত সাড়ে ৯ টায়। দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো ছাড়বে ৯ টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে একই সময়ে। আজ ব্লু লাইনে মোট ১৯০ টি মেট্রো চলবে।
গ্রিন লাইন ১-এ মোট ৯০ টি পরিষেবা পাওয়া যাবে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহে শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৯ টা ৪০ মিনিটে। রাত ৯ টা ৩৫ এ শিয়ালদা থেকে সেক্টর ফাইভে শেষ মেট্রো পাওয়া যাবে।
