আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে খাস কলকাতায়। ফের শিয়ালদহের ইএসআই হাসপাতালে ছড়াল আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।
সূত্রের খবর, সোমবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে শিয়ালদহের ইএসআই হাসপাতালে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দাউদাউ আগুন দেখেই দমকল, পুলিশে খবর পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই।
হাসপাতালে কীভাবে আগুন লাগল, কীভাবেই তা ছড়াল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
