আজকাল ওয়েবডেস্ক: আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনায় শুরু হয় আন্দোলন প্রতিবাদ। একগুচ্ছ দাবি নিয়ে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থানের সময় তাঁদের বেশিরভাগ দাবি মেনে নেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তাঁরা, বৈঠক হয় রাজ্যের মুখ্যসচিবের সঙ্গেও। অবস্থান উঠলেও এর মাঝে ঘটে গিয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজের ঘটনা।
ফের, পূর্ণ কর্মবিরতিতে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। এই হুঁশিয়ারি তাঁরা আগেই দিয়েছিলেন। শনিবারই জানিয়েছিলেন, তাঁদের নজর সোমবারের সুপ্রিম শুনানির দিকে। দেশের সর্বোচ্চ আদালতে আরজি কর কাণ্ডের শুনানি ছিল সোমবার।
সোমবার সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠক বসে। প্রায় ৯ ঘণ্টার ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ১০ দফা দাবিতে এই রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন। নির্যাতিতার দ্রুত বিচার, এই বিচারে দীর্ঘসুত্রিতার অভিযোগ। একই সঙ্গে স্বাস্থ্য সচিবের অপসারণ, হাসপতালগুলির পুলিশি নিরাপত্তা বৃদ্ধি, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালের টাস্ক ফোর্স গঠন সহ মোট ১০টি। জুনিয়র চিকিৎসকরা বৈঠক শেষে জানিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, চলবে এই কর্মবিরতি।
