আজকাল ওয়েবডেস্ক: বইমেলা পাঠকের, লেখকেরও। লেখক-পাঠক সংযোগ কতটা সহজে তৈরি হয়? না কি দূরত্বের সেতুই সেখানে বাধা হয়ে থাকে? প্রজাতন্ত্র দিবসের দিনে ‘কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা ২০২৬’-এ ‘আজকাল’-এর স্টলে (স্টল নং ১৯৯) এই দূরত্বটা মুছে গেল অচিরেই। সোমবার ‘আজকাল’-এর স্টলে উপস্থিত ছিলেন পাঁচজন লেখক। ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, অমর মিত্র, প্রচেত গুপ্ত, পীতম সেনগুপ্ত। প্রত্যেকেই তাঁদের নতুন বই নিয়ে উপস্থিত ছিলেন। পাঠকরা এলেন, সই নিলেন। কেউ বা এঁকে দিলেন ছবি। কেউ হাতে মাইক তুলে ঘোষণা করলেন বইয়ের কথা, কেউ বসে রইলেন অনেকক্ষণ।
পীতম সেনগুপ্ত এসেছিলেন তাঁর বই ‘ছায়ানট’ নিয়ে। সই করলেন, ছবিও আঁকলেন। পীতম বলছেন, “লেখক-পাঠক সংযোগের এত ভাল ঠিকানা হয় না। পাঠকরা আসছেন, বই হাতে তুলে দেখছেন, বই কিনছেন, এত চমৎকার সংযোগ একমাত্র ‘আজকাল’-এই সম্ভব। ‘আজকাল’-এর সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক। সেই সম্পর্কের সেতু আরও মজবুত হয় এখানে এলে।”

প্রচেত গুপ্ত মাইক নিয়ে ঘোষণা করলেন কী কী বই আছে স্টলে। প্রচেত গুপ্ত বললেন, ‘এবারে, বইমেলার, বই পড়ার প্রথমার্ধে এসে আমি দেখছি খুবই উৎসাহব্যঞ্জক পরিস্থিতি। পাঠক বই দেখছে, বই কিনছে। একেবারে অনন্য এক উত্তেজনা।’ তাঁর ‘পাটিগণিতের কলম’ বইটি নিয়ে পাঠকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।
অমর মিত্র প্রায় একঘণ্টারও বেশি সময় উপস্থিত ছিলেন স্টলে। তাঁর নতুন বই ‘যাত্রামঙ্গল’ রয়েছে ‘আজকাল’-এ। বললেন, “‘আজকাল’-এর স্টলে লেখক-পাঠক সংযোগের আরামটাও অনেকটা বেশি। এখানে কথা বলা যায় পাঠকদের সঙ্গে। আশা করব পাঠকদের উৎসাহ যেন আরও বাড়ে।”
রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের নতুন বই ‘একবার ডাকো আসব ফিরে’ রামকৃষ্ণের জীবনে আধারিত। রঞ্জন বন্দ্যোপাধ্যায় বললেন, “‘আজকাল’-এর স্টলে এসে আমি অভিভূত। বই তো শুধু পড়ার নয়, প্রদর্শনীরও বিষয়। বিষয়গত উৎকর্ষের বাইরেও ‘আজকাল’-এর বইগুলির বিন্যাস চোখে পড়ার মতো। এখানে সমস্ত ব্যবস্থা কম্পিউটার-নিয়ন্ত্রিত, যা প্রশংসনীয়।”
‘আজকাল’-এর স্টলে লেখকদের পাশাপাশি পাঠকের স্বতঃস্ফূর্ত আনাগোনা চলল দিনভর।
