আজকাল ওয়েবডেস্ক: গত পাঁচ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি শহরে। তথ্য, এর আগে, এত কম সময়ে এই তুমুল বৃষ্টি এবং এই ভয়াবহ জলমগ্ন পরিস্থিতি  দেখেনি এই শহর। তার মধ্যে পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেল। কোমর জলে ডুবে গাড়ি, একাধিক জায়গায় এক তলায় জল ঢুকেছে হুহু করে। বিভিন্ন এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা।

এর মাঝেই সামনে এসেছে বৃষ্টির তথ্য। হাওয়া অফিস জানাচ্ছে, ২২.০৯.২০২৫ থেকে ২৩.০৯.২০২৫ সকাল সাড়ে ছ'টা পর্যন্ত গড় বৃষ্টিপাত ২৪৭.৫ মিমি। শহরের কোন এলাকায় কতটা বৃষ্টি হল গত কয়েকঘণ্টায়? একাধিক সূত্রের তথ্য-


কামডহরি(গড়িয়া)- ৩৩২ মি.মি বৃষ্টিপাত হয়েছে। 
যোধপুর পার্ক- ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
কালিঘাট- ২৮০.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
 তপসিয়া- ২৭৫ লিমিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
বালিগঞ্জ- ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
চেতলা- ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
মোমিনপুর- ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
 চিংড়িহাটা- ২৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
পামার বাজার- ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
ধাপা- ২১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
সিপিটি ক্যানেল- ২০৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
উল্টোডাঙ্গা- ২০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
কুদঘাট- ২০৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 
পাগলাডাঙ্গা‌ (ট্যাংরা)- ২০১ মি. মি বৃষ্টিপাত হয়েছে। 
 কুলিয়া (ট্যাংরা)- ১৯৬মি.মি বৃষ্টিপাত হয়েছে। 
 ঠনঠনিয়া- ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।