আজকাল ওয়েবডেস্ক:‌ শেখ শাহজাহানের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান। সবটার পেছনেই রয়েছে দুর্নীতি–আদালতে দাবি ইডির।
জেলবন্দি শাহজাহান মামলার তদন্ত শুরুর ৫৬ দিনের মাথায় চার্জশিট জমা পড়ল। ১১৩ পাতার চার্জশিটে বলা হয়েছে আনুমানিক ১৮০ বিঘা জমি দখল করেছেন শাহজাহান। চার্জশিটে শাহজাহান ছাড়াও নাম রয়েছে তাঁর ভাই আলমগির ও দিদার বক্স মোল্লা ও শিবপ্রসাদ হাজরার। সাক্ষী হিসাবে সরকারি আধিকারিকদের বয়ান নেওয়া হয়েছে। সিবিআই সন্দেশখালিতে অভিযান চালিয়ে যে অস্ত্র উদ্ধার করেছিল, সে কথারও উল্লেখ আছে চার্জশিটে।